মঙ্গলবার ● ২১ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক
গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, মেহনতি মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করেই ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের নির্দেশ দিয়েছেন গণমানুষের নেত্রী শেখ হাসিনা।
২১ মে, মঙ্গলবার রাজধানীর তালতলায় অবস্থিত লায়ন্স অগ্রগতি স্কুলে সামাজিক সংগঠন ‘সোসাইটি ফর এইড প্রোগ্রাম’ (এসএপি) আয়োজিত বিশেষ শিশু, বৃদ্ধ ও প্যারালাইজড রোগীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা আসে, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা হয়েছে। তাই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। প্রধানমন্ত্রী কথাটা শুনে অবাক হয়ে যান। তিনি জানতে চান, এর কারণ কী? প্রধানমন্ত্রী তখনি পরিষ্কার করে বললেন, ওরা যা দিয়ে উপার্জন করে জীবন-জীবিকা চালায়, সেই পথ কেন বন্ধ করা হয়েছে? সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তা চালুর নির্দেশ দেন।
ঢাকা-১৩ আসনের জনগণের উদ্দেশে পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন করে গরিব-দুঃখী মানুষের জন্য কাজ করে, আমরাও ঠিক তেমনভাবে মানুষের জন্য কাজ করতে চাই। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের জানাবেন। আমরা আপনাদের পাশে থাকব, থাকার চেষ্টা করব।
এসময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয়: #নানক