বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মানি লন্ডারিং প্রতিরোধ সূচকে বাংলাদেশের উন্নতি পাঁচ পয়েন্ট
মানি লন্ডারিং প্রতিরোধ সূচকে বাংলাদেশের উন্নতি পাঁচ পয়েন্ট
“১৫২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৪৬”
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
সুইজারল্যান্ড-ভিত্তিক বাসেল ইনস্টিটিউট অন গভর্নেন্সের তৈরি করা এই ঝুঁকির বিরুদ্ধে লড়াইয়ের সূচকে বাসেল অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) ইনডেক্স-২০২৩ এ বাংলাদেশ পাঁচ পয়েন্ট উন্নতি করেছে।
১৫২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৪৬। ২০২২ সালে এই অবস্থান ছিল ৪১ নম্বরে।
সূচকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হাইতি, চাদ, মিয়ানমার এবং কঙ্গো। আর সবচেয়ে কম ঝুঁকির দেশ আইসল্যান্ড।
সূচকে, ইউনাইটেড স্টেট অব আমেরিকা (ইউএসএ) ১১৯ এবং যুক্তরাজ্য ১৪০তম অবস্থানে রয়েছে।
বাসেল ইনস্টিটিউট অব গভর্নেন্স ২০১২ সাল থেকে এএমএল সূচক প্রকাশ করেছে। পাঁচটি প্রধান সূচকের উপর ভিত্তি করে দেশগুলোর অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি পরিমাপ করেছে।
এর মধ্যে রয়েছে, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, ঘুষ ও দুর্নীতি, আর্থিক স্বচ্ছতা ও মান, জনস্বচ্ছতা ও জবাবদিহিতা, রাজনৈতিক অধিকার ও আইনের শাসন।
বিষয়: # #বাংলাদেশ