শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশ্ব » ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন
প্রথম পাতা » বিশ্ব » ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন
১০৫ বার পঠিত
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন

ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন“বিনিময়ে ৫০ জন জিম্মির মুক্তি দেবে হামাস”

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১০:৪৭ এএমআপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:৪৭ এএম
ফিলিস্তিনের গাজায় দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় একটি বিরতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভা চার দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে। বিনিময়ে ৫০ জন জিম্মির মুক্তি দেবে হামাস।

বুধবার (২১ নভেম্বর) ইসরায়েলের মন্ত্রিসভা এই সমঝোতা প্রস্তাব অনুমোদন করেছে। সমঝোতা অনুযায়ী, ইসরায়েল চারদিন গাজায় কোনো আক্রমণ চালাবে না। হামাস ৫০ জন নারী ও শিশু বন্দিকে মুক্তি দেবে। গাজায় ওষুধ-সহ অন্য ত্রাণসামগ্রী যেতে দেওয়া হবে।

হামাস জানিয়েছে, এর বিনিময়ে ইসরায়েল তাদের জেলে বন্দি ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে।

ইসরায়েল বলেছে, এরপর হামাস যদি ১০ জন করে বন্দিকে মুক্তি দেয়, তাহলে যুদ্ধবিরতি একদিন করে বাড়ানো হবে। তবে ঠিক কবে জিম্মিদের মুক্তি দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো যায়নি।

এ সমঝোতায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে কাতার। আর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েল জানায়, ওই হামলায় প্রাণ হারান ১ হাজার ২০০ জনের বেশি মানুষ। আর ২৪০ জনের মতো মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় ফিলিস্তিনে ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ হারিয়েছে। যাদের বেশিরভাগই শিশু ও নারী। উদ্বাস্তু হয়েছে ১০ লাখের বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)