শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

Somoy Channel
সোমবার ● ২০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সৌদি বাদশাহর ফুসফুসে প্রদাহ
প্রথম পাতা » প্রধান সংবাদ » সৌদি বাদশাহর ফুসফুসে প্রদাহ
৬৯ বার পঠিত
সোমবার ● ২০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি বাদশাহর ফুসফুসে প্রদাহ

সৌদি বাদশাহর ফুসফুসে প্রদাহঅসুস্থ হয়ে পড়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ফুসফুসের প্রদাহে ভুগছেন তিনি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এ কথা জানানো হয়েছে।

২০ মে, সোমবার সৌদি আরবের আল সালাম প্রাসাদের ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষায় তার এই অসুখ ধরা পড়েছে। বাদশাহ সালমানকে জেদ্দায় আল সালাম প্রাসাদে রেখে চিকিৎসা দেয়া হবে। ৮৮ বছর বয়সী বাদশাহকে আপাতত অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে।

রাজপরিবারের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথার কারণে বাদশাহর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা করে জানা গেছে ৮৮ বছর বয়সি বাদশাহর প্রদাহ ঠিক না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হবে।

বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতা কেন্দ্র করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এ তথ্য জানিয়েছেন।

২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নেন সালমান। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সর্বশেষ গত এপ্রিলে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জাপান সফরে যাওয়ার কথা ছিল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ সফরসূচি নির্ধারণ করা হয়েছিল। সফরে জাপানের সম্রাট নারুহিতো এবং প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক হওয়ার কথা ছিল।

টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, সৌদি আরব জাপান সরকারকে জানিয়েছে, সৌদি বাদশাহর শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের জাপান সফর স্থগিত করা হয়েছে। ২০ তারিখ থেকে এ সফর শুরু হওয়ার কথা ছিল।

জাপানে অবস্থিত সৌদি দূতাবাসের কাছে যুবরাজের সফর বাতিলের ব্যাপারে বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)