শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » গল্প #মুগ্ধতা
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » গল্প #মুগ্ধতা
৫২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গল্প #মুগ্ধতা

গল্প #মুগ্ধতাবাসর ঘরে ঢুকলাম।অন্ধকার রুম।ফোনের ফ্লাস জ্বালালাম।নববধূ ঘুমাচ্ছে।গা ঘেমে জবজব করছে।

কারেন্ট নেই।ফোনের আলোয় মেয়েটাকে দেখে খুব মায়া হলো।অসম্ভব রুপবতী ছোট্ট একটা মেয়ে বউ সেজে ঘুমাচ্ছে।অতি চমৎকার দৃশ্য।পুরো ঘর খুঁজলাম,পাখা নেই।থাকার কথাও না।আমি কখনো পাখা দিয়ে বাতাস করিনা।

টেবিল থেকে বইয়ের ভারী কভার ছিঁড়লাম।আলতো ভাবে নববধূর পাশে বসলাম।ওর মুখের কাছে বাতাস করছি।বাতাসে ওর চুলগুলো একবার একদিক একবার ওদিক নড়ছে।মিনিট দশেক পর নববধূ ধড়ফড়িয়ে উঠলো।

লাজুক হেসে বললো ” ডাকেননি কেনো!রাত অনেক হয়েছে।সেই কখন খেয়েছেন।খিদে পেয়েছে? ”

মেয়েটার সরল প্রশ্নের মুগ্ধতায় ডুবলাম।অতি রুপবতী মেয়েদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না।চোখ সরিয়ে নিলাম।

এরপর থেকেই রোজ রাতে খেয়াল রাখি কখন কারেন্ট যাবে।কারেন্ট গেলে বইয়ের কভার দিয়ে বাতাস করি,মন ভরে ওকে দেখি।মাঝেমধ্যে বু”কে খুব সাহস সঞ্চয় করে ওর লাল পাতলা ঠোঁ”টে আমার ঠোঁ”ট স্পর্শ করাই।সঙ্গে সঙ্গে ওর শরীর কেঁ”পে ওঠে।প্রতিবারই ভয়ে,লজ্জায় আমার হাত পা ঠান্ডা হয়ে যায়।
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত



বিষয়: #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)