বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
প্রথম পাতা » খেলা » সিরিজ বাঁচানোর ম্যাচে মামুলি সংগ্রহ বাংলাদেশের
সিরিজ বাঁচানোর ম্যাচে মামুলি সংগ্রহ বাংলাদেশের
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। সিরিজে টিকে থাকতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের সামনে। এমন ম্যাচে ভারতের বিপক্ষে মামুলি সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা। সোবহানা মোস্তারি-নিগার সুলতানা জ্যোতিদের ধীরগতির ইনিংসের ফলে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।
২ মে, বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিলারা আক্তারের ব্যাট বেশ হাসছিল। ভারতের বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন এই ব্যাটার। আরেক ওপেনার মুরশিদা খাতুনকে নিয়ে পাওয়ার প্লেতে তুলেন ৪৪ রান।
দলীয় ৪৬ রানের মাথায় অবশ্য রান আউট হয়ে ফেরেন মুরশিদা (১৬ বলে ৯ রান)। দারুণ খেলতে থাকা দিলারাও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৫ রানের মাথায় ২৭ বলে পাঁচটি চারে ৩৯ রানে রেনুকা সিংহের বলে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডালিয়া।
এরপর অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মুস্তারি হাল ধরার চেষ্টা করেন।
সোবহানাও ফিরেছেন রান আউট হয়ে। ২০ বল খেলে করেছেন মাত্র ১৫ রান। নিগার অবশ্য ক্রিজে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারছিলেন না। ৩৬ বলে ২৮ রান করেন নিগার।
চার ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ভারতের রাধা যাদভ। একটি করে শিকার রেনুকা, পূজা ও শ্রেয়াঙ্কা পাতিলের।
বিষয়: #সিরিজ