বুধবার ● ১ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১
সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১
ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ থেকেঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকায় দশম শ্রেণির জনৈক স্কুল ছাত্রী(১৬)কে অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রধান আসামী রাহিম আহমদ(২৪)কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতকে ৩০(এপ্রিল)মঙ্গলবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
সে জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের হবিবপুর(আশিঘর)গ্রাম এলাকার আব্দুল কদ্দুছের পু্ত্র।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়,২৮(এপ্রিল) রোববার সন্ধ্যার দিকে মোবাইল ফোনের মাধ্যমে যোগা-যোগ করে ওই স্কুল ছাত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান রাহিম আহমেদ।
অজ্ঞাত স্হানে একরাত যাপন করে পরদিন সোমবার বিকেল স্কুল ছাত্রীকে তার বাড়ির পাশে গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায় রাহিম।
ব্যাপারটি স্কুল ছাত্রী তার পরিবারের সদস্যদের অবহিত করলে ২৯(এপ্রিল)সোমবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে রাহিম আহমেদ ও তাদের বহনকারী গাড়ি চালকের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অপহরণ ও ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ রাহিমকে মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ছেলে-মেয়ের মধ্যে প্রেম সংক্রান্ত বিষয়াদি রয়েছে কিনা জানতে চাইলে মামলার বাদী স্কুল ছাত্রীর মা প্রেমের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন,আমার মেয়েকে জোরপূর্বক গাড়িতে তোলে অপহরণ করে নিয়ে গেছে।এক রাত পর মেয়ে বাড়ি ফিরে এসে আমাকে সবকিছু জানালে আমি আইনের শরণাপন্ন হই।
মামলার পরি-প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সুশংকর পাল।
বিষয়: #জগন্নাথপুর