রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জ জেলার ছাতক চাল ব্যবসায়ী সৈয়দ এমরানুল আলম ব্যবসায়ীদের কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন।।
সুনামগঞ্জ জেলার ছাতক চাল ব্যবসায়ী সৈয়দ এমরানুল আলম ব্যবসায়ীদের কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন।।
ডেস্ক নিউজঃ
ছাতক ও সিলেটের বিভিন্ন চাল দোকানীর কাছে থেকে প্রায় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন,ছাতক শহরের সৈয়দ এমরানুল আলম নামের এক চাল ব্যবসায়ী।তিনি
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার কোনা পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র বলে জানাগেছে।
সৈয়দ এমরানুল আলম দীর্ঘ ২৫ বছর ধরে ছাতক শহরে চাল ব্যবসার সাথে জড়িত। প্রথমে তিনি ছাতক বাজারে এক চালের আড়তের ম্যানেজার ছিলেন। পরে নিজেই রাফি ট্রেডার্স নামের চালের আড়ৎ খুলেন চাল বাজারে। এরপর দীর্ঘদিন চালের ব্যবসাও করেছেন ছাতক শহরে। বাসা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন পেপার মিল এলাকায়। জানাগেছে ছাতক পেপার মিলস বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনাম ভুঁইয়ার বোন জামাই তিনি।
সম্প্রতি সৈয়দ এমরানুল আলম ছাতক ও সিলেটের চাল ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন। এ ব্যাপারে ছাতক থানায় জিডি ও সিলেটের দক্ষিন সুরমা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী দু’জন ব্যবসায়ী।
ছাতক উপজেলা সাবেক আনসার কোম্পানি কমান্ডার মোঃ চেরাগ আলীর ১০ লক্ষ টাকা,সিলেট কালিঘাটের ব্যবসায়ী মেসার্স মা খাদ্য ভান্ডারের স্বত্তাধিকারি প্রতাপ চন্দ্র দাসের ৩৮ লক্ষ ৭৬ হাজার টাকা, ছাতক বাগবাড়ি মহল্লার বাসিন্দা হিরণ মিয়া চৌধুরীর ১৩ লক্ষ টাকা, মন্ডলীভোগ মহল্লার ব্যবসায়ী ইলিয়াছ মিয়ার ১০ লক্ষ ৪০ হাজার টাকা সহ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন তিনি। এক- দুই মাসের মধ্যে তিনি এসব টাকা আত্মসাৎ করে গত সোমবার থেকে পালিয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) ভোর থেকে ছাতক শহরে সৈয়দ এমরানুল আলমকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ, দোকান ও বাসায় ঝুলছে তালা। সম্ভবত রাতেই তিনি পরিবার-পরিজন নিয়ে ছাতক শহর ছেড়ে পালিয়েছেন।#
বিষয়: #সুনামগঞ্জ