শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » বাহুবলে তথ্য গোপন করে রাজন চৌধুরীর সনদ উত্তোলনের চেষ্টা ব্যর্থ
বাহুবলে তথ্য গোপন করে রাজন চৌধুরীর সনদ উত্তোলনের চেষ্টা ব্যর্থ
আজিজুল হক সানু,, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবলে এমপি বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশান সনদপত্র নিতে চাইলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন চৌধুরী। তবে ইউপি চেয়ারম্যানের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকায় ওয়ারিশান সনদে অন্তর্ভুক্ত হয়েছে হবিগঞ্জ ১ আসনের এমপি ও রাজন চৌধুরীর বোন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর নাম। এ ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়,রাজন চৌধুরী আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাহুবল উপজেলায় একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন এবং তার বোন এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বাহুবল- নবীগঞ্জ আসনের জনপ্রিয় এমপি। এমতাবস্থায়,রাজন চৌধুরী ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদ থেকে একটি ওয়ারিশান সনদের জন্য আবেদন করেন। ওই আবেদনে ওয়ারিশান হিসেবে কেয়া চৌধুরী কোন নাম নেই। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হক রাইন অসম্পুর্ণ সনদপত্রে সাক্ষর না দিয়ে সঠিক তথ্য সংযুক্ত করতে জানিয়ে দেন। পরবর্তী ওয়ারিশান সনদে সমর্পতা দেখার পর সাক্ষর করেন ওই চেয়ারম্যান। এদিকে, ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হক রাইন বলেন, অসমাপ্ত কোন ওয়ারিশান সনদে স্বাক্ষর দেননি।
অপরদিকে, একজন প্রার্থীর এমন অমানবিক ও অধিকার বঞ্চিত করার ঘটনা নিয়ে সর্বত্র সমালোচিত হয়ে উঠছেন।
বিষয়: #বাহুবল