সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » ” আপনার ডিউটি আজ নাই “
” আপনার ডিউটি আজ নাই “
ঘুম থেকে উঠে দেখি ৮ টা ১০ বাজে।ডিউটিতে ১০ মিনিট লেট!কাজে পৌঁছাতেই সুপার ভাইজার বললো
” আপনার ডিউটি আজ নাই ”
সিঙ্গাপুর প্রবাসী আমি।এখানের ডিউটিতে ২ মিনিট দেরি হলেই সেদিনের ডিউটির টাকা কে’টে নেওয়া হয়।আকুতিমিনতি করে বললাম
” স্যার ঘুম ভাঙ্গতে দেরি হয়েছে,বুঝতে পারিনি ”
সুপার ভাইজার বললো ” ভালো তো।আজ সারাদিন ঘুমান।ছুটি দেওয়া হলো ”
” স্যার, স্বপ্নে আমার পরিবারের লোকজনদের দেখেছিলাম তো।দেরি হয়েছে বুঝতে পারিনি।ডিউটিতে এন্ট্রি করে দেন প্লিজ ”
” বললাম তো হবে না ”
এমন সময় কনস্ট্রাকশনের আপার লেভেলের একজন গাড়ি করে আসলো।ছুটে গেলাম।টুকটাক ইংরেজি জানি সেটুকু ব্যবহার করে বডি গার্ডদের কাছে ওনার সাথে কথা বলার জন্য অনুমতি চাইলাম।
অনুমতি পেলাম।ওনাকে আধাপাকা ইংরেজিতে বুঝালাম ” স্যার আজ স্বপ্নে আমার বাড়ির লোকজনকে দেখেছি।তাই ঘুম ভাঙ্গতে দেরি হয়েছে।সুপার ভাইজারকে অনেক বলেছি,উনি কিছুতেই ডিউটিতে থাকতে দিচ্ছেন না।আমায় ডিউটিতে এন্ট্রি করতে দিন প্লিজ ”
উনি সুপার ভাইজারকে ডাকলো।ডেকে তার সাথে ধমকের স্বরে ইংরেজিতে কথা বলছে।শেষের কথাটার অর্থ বুঝতে পারলাম।উনি শেষে বলেছিলেন
” যেসব শ্রমিক পরিবারকে নিয়ে স্বপ্ন বা তাদের নিয়ে ভাবনার জন্য যদি এক ঘন্টাও লেট করে তবুও তাকে ডিউটিতে এন্ট্রি করানো যাবে।এটা আমার অর্ডার ”
তারপর বললেন ” We should give first priority our family,not timely work ”
গল্প #priority
লেখক #জয়ন্ত_কুমার_জয়
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত
বিষয়: #আজ #আপনার #ডিউটি #নাই