শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইরানে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, ইসফাহান শহরে বিস্ফোরণ
ইরানে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, ইসফাহান শহরে বিস্ফোরণ
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। পশ্চিম এশিয়ার এই দেশটির ইসফাহান শহরে একটি বিমানবন্দরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এর কয়েক দিন আগেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালায় ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল।
ইরানের সেই হামলার জবাবেই ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের ওপর ড্রোন হামলা চালানোর কয়েকদিন পর এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানের একটি স্থাপনায় আঘাত করেছে বলে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এবিসি নিউজ জানিয়েছে।
ইরানের ফারস বার্তাসংস্থা জানিয়েছে, দেশটির ইসফাহান শহরের একটি বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জসহ ইসফাহান প্রদেশে বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত।
এদিকে বেশ কয়েকটি ফ্লাইট ইরানের আকাশসীমার ওপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।
সিরিয়ায় তেহরানের দূতাবাস প্রাঙ্গণে সন্দেহভাজন ইসরায়েলি হামলার পর গত সপ্তাহান্তে ইরান প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালায় এবং প্রতিশোধমূলক সেই হামলায় শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী।
যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল।
ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছে, ইসরায়েলকে ‘আমাদের স্বার্থের বিরুদ্ধে আর কোনও সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে’।
অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ‘সর্বোচ্চ বিপদের মুহূর্তে’ রয়েছে। এছাড়া ইসরায়েল বলেছিল, তারা ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নেবে।
এমন অবস্থায় বিশ্লেষক ও পর্যবেক্ষকরা ইসরায়েল-গাজা যুদ্ধের উত্তেজনা বাকি অঞ্চলেও ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
এদিকে, ইসরাইল পাল্টা হামলা চালালে তার কঠিন জবাব দেয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে বলেছেন, আমাদের মাটিতে ইহুদিবাদী শাসকদের (ইসরাইল) যেকোনো আক্রমণের কঠোর জবাব দেয়া হবে।
ইসলামিক রিপাবলিক অব ইরান এয়ার ফোর্সের কমান্ডার একই অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, রাশিয়ার তৈরি সুখোই-২৪সহ তাদের যুদ্ধবিমানগুলো ইসরাইলি হামলা মোকাবিলা করার জন্য তাদের ‘সর্বোত্তম প্রস্তুতিমূলক অবস্থায়’ রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেন, এয়ার কভারেজ এবং বোমারু বিমানসহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা যেকোনো অপারেশনের জন্য প্রস্তুত।
উল্লেখ্য, গেল ১ এপ্রিল দামেস্কে ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে সন্দেহভাজন ইসরাইলি হামলার ‘প্রতিশোধ’ হিসেবে ইরান গত সপ্তাহান্তে ইসরাইলের ওপর প্রথমবারের মতো সরাসরি হামলা চালায়। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে দুপক্ষের মধ্যে। নতুন করে ইসরাইলের হামলা আগুনে ঘি ঢাললো বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিষয়: #ইরান #ইসফাহান #ইসরাইলি #ক্ষেপণাস্ত্র #বিস্ফোরণ #শহর #হামলা