শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: শাশুড়ির পর পুত্রবধূও না ফেরার দেশে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: শাশুড়ির পর পুত্রবধূও না ফেরার দেশে
৬১ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: শাশুড়ির পর পুত্রবধূও না ফেরার দেশে

ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: শাশুড়ির পর পুত্রবধূও না ফেরার দেশেরাজধানীর ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাশুড়ির পর পুত্রবধূরও মৃত্যু হয়েছে। তার নাম সূর্য বানু (৩৭)। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে দুই জনে।

১৫ এপ্রিল, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, সূর্য বানুর শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে মেহেরুন নেছার (৭০) মৃত্যু হয়। তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

নিহত সূর্য বানুর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। বর্তমানে ভাসানটেক পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামীর নাম মো. লিটন। তিনিও দগ্ধ হয়ে চিকিৎসাধীন।

বতর্মানে চিকিৎসাধীন রয়েছেন মো. লিটন (৫২) এবং লিটন ও সূর্য বানুর তিন সন্তান লিজা (১৮), সুজন (৮) ও লামিয়া (৭)।

এর আগে, শুক্রবার (১২ এপ্রিল) ভোরে মশার কয়েল জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ছয় জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)