শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ১২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
৩৪ বার পঠিত
শুক্রবার ● ১২ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুরাজধানীর ডেমড়া কোনাপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চঞ্চল মিয়া (২৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় মোঃ শাহ আলম (২৪) নামে আরেক যুবক আহত হয়েছেন।

১১ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় ডেমড়া থানা পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় চঞ্চল মিয়া রাত সোয়া ১০টার দিকে মারা যান।

ডেমড়া থানার উপ পরিদর্শক (এসআই) রাজিব দাস সনেট জানান, সন্ধ্যার দিকে দুইজন মোটরবাইক যোগে যাওয়ার সময় একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তখন আমারা খবর পেয়ে তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চঞ্চল মারা যান। আহত শাহ আলমের দুই পা ভেঙে যায়, বর্তমান জরুরি বিভাগে তার অস্ত্রপচার চলছে।

এসআই আরও জানান, ঘটনাস্থলে লোকজনের কাছ থেকে জানা যায়, বাইক নিয়ে তারা দুজন রংসাইড দিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। তখন দ্রুত গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর জখম হয় তারা।

নিহত চঞ্চলের খালাতো ভাই আবু বকর সিদ্দিক জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রসুলপুর গ্রামে। চঞ্চলের বাবার নাম হারুন মিয়া। চঞ্চল এলাকায় কাপড়ের ব্যবসা করত। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)