মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » সম্পাদকের পছন্দ » ট্রেনের দুই আসনের দাবিদার চারজন, তারপর যা হলো
ট্রেনের দুই আসনের দাবিদার চারজন, তারপর যা হলো
রাজধানীর কমলাপুর পু রেলস্টেশন থেকে আজ সোমবার ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের দুটিদু আসন নিজেদের বলে দাবি করেন চার যাত্রী। এতে তৈরি হয় বিপত্তি।
আজ বেলা পৌনে ১১টায় কমলাপুর পু রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। স্টেশন ছাড়ার আগে ট্রেনের ৯৬ ও ৯৭ নম্বর আসনের (নন–এসি) দাবিদার হয়ে ওঠেন চারজন।
চারজনই দাবি করেন, তাঁ রা অনলাইনে টিকিট কেটেছেন। এ নিয়ে তাঁ দের মধ্যে ঝামেলা তৈরি হয়। একপর্যা য়ে দেখা যায়, দুজদু নের টিকিট বৈধ। অপর দুজদু নের টিকিট অবৈধ।
চার যাত্রীর মধ্যে দুজন দু নারী। তাঁ দের সঙ্গে স্টেশনে এসেছিলেন আবুনাঈম নামের এক ব্যক্তি। তিনি বলেন, যাত্রীদের একজন তাঁ র মা, অপরজন বোন। তাঁ র বাবা অনলাইনে টিকিট দুটিদু (৯৬ ও ৯৭ নম্বর আসন) কাটেন। কিন্তু এখন অন্য দুজন দু যাত্রী এসে আসন দুটিদু দাবি করেন।
আসন নিয়ে যাত্রীদের মধ্যে যখন হট্টগোল হচ্ছিল, তখন ঘটনাস্থলে উপস্থিত হন কমলাপুর পু রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সু সারওয়ার। তাঁ র কাছে আবুনাঈমের দাবি গ্রহণযোগ্য ছিল না।
পরে আবুনাঈম বলেন, ‘একপর্যা য়ে অনলাইনে চেক করে দেখা যায়, অপর দুজদু নের টিকিট বৈধ। আমাদের টিকিট দুটিদু অবৈধ। কিন্তু আমরা তো অনলাইন থেকেই টিকিট কেটেছিলাম।’
একপর্যা য়ে ট্রেন ছেড়ে দেয়। তখন আবুনাঈমের মা-বোন হুড়মুড় ক মু রে ট্রেনে উঠে পড়েন। তাঁ দের ট্রেনের ভেতরে দাঁ ড়িয়ে থাকতে দেখা যায়। অপর দুজন দু নিজ নিজ আসনে বসেছিলেন।
কমলাপুর পু রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সু সারওয়ার সাংবাদিকদের বলেন, আবুনাঈমের মা ও বোনের টিকিট বাইরে থেকে কেনা। এখন ট্রেনে টিকিট যাচাইয়ের সময় এই দুই দু যাত্রীর জরিমানা হতে পারে।
মাসুদ সু সারওয়ার আরও বলেন, অনলাইন সিস্টেমে কোনোভাবে ই এক টিকিট দুবা দু র বিক্রির সুযো সু গ নেই। কিন্তু প্রতারক চক্র টিকিট এডিটিং করে বিক্রি করে। এ ব্যাপারে তাঁ রা আগে থেকেই সতর্ক করে আসছিলেন।
প্রথম আলো
বিষয়: #আসন #চারজন #ট্রেন #দাবিদার #দুই