মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » ভূয়া ওয়ারিশনামা তৈরী করে জমি দখলের অভিযোগে সংবাদ সন্মেলন করেছেন এক ভূক্তভোগী
ভূয়া ওয়ারিশনামা তৈরী করে জমি দখলের অভিযোগে সংবাদ সন্মেলন করেছেন এক ভূক্তভোগী
স্টাফ রিপোর্টার:- গতকাল (৮ এপ্রিল) সন্ধ্যায় আজাদ বখ্ত উচ্চবিদ্যাল ও কলেজের হলরুমে সংবাদ সন্মেলন করে ভূক্তভগী এ অভিযোগ করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, ওসমানীনগর থানার খসরুপুর হাজির উল্লার পুত্র নসীব উল্লাহ। তিনি বিগত ১৯৬৪ সালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি মজমিল আলী, আজমান উল্যা, কইতরী বিবি, জইতরী বিবি ও আতরজান বিবি আইতরীকে রেখে যান। এবং মৌলভীবাজার থানার অন্তগত ব্রাহ্মনগ্রাম মৌজার সিলেট- ঢাকা মহাসড়কের পাশে দুই দাগে ৬৯ শতক জায়গা রেখে মৃত্যুবরন করেন। ১৯৮৯ সালে তারা ওয়ারিশান নামা জালজালিয়াতি করে নসীব উল্যার পুত্র আজমান উল্যা একক ভাবে জায়গার মালিক হয়ে পরবর্তিতে তিনি স্ত্রী সালেহা বেগমকে ওই জায়গা দান করেন।
লিখিত বক্তব্যে মৃত নসীবউল্যার মেয়ের পুত্র লুৎফুর রহমান বলেন, আমি বাদী হয়ে রেকর্ড ভাঙ্গার জন্য মাননীয় বিজ্ঞ সিনিয়রসহকারী জজ আদালত মৌলভীবাজারে মামলা দায়ের করি। যার নং-১৯৭/২০২২ইং (স্বত্ব)। পরবর্তিতে আমি মৌলভীবাজার ভূমি অধিগ্রহন শাখায় কর্তব্যরত অফিসারদের কাছে মামলার নতিপত্র, সার্টিফাই সহ আপত্তি নামা জমা দিয়েছি এবং অধিগ্রহনকৃত জায়গায় ন্যজ্য টাকা মামলা নিস্পত্তি না হওয়ার পর্যন্ত কাউকে না দেওয়ার জন্য মাননীয় ভুমি অধিগ্রহন শাখায় একটি লিখিত দরখাস্ত জমা দিয়েছি প্রয়োজনীয় কাগজপত্র সহ।
এই জায়গা ব্রাহ্মনগ্রাম মৌজার আর,এস দাং নং ৪৭৪,ও ৯৭৯ দাগের ঢাকা- সিলেট টু তামাবিল সড়ক ৪ লাইন উন্নতি করণে সরকার ভূমি অধিগ্রহন করিয়াছে। কিন্তু ভূয়া ওয়ারিশ নামা ও দলিল জালজালিয়াতি করে ভাই বোন ৪ জনকে বাদ দিয়ে আজমান উল্লা নিজের নামে জায়গা নিয়ে পরবর্তিতে স্ত্রীকে দান করেন।
সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে আমরা বিনিত আবেদন আপনারদের মাধ্যমে সংশ্লীষ্ট কতিৃপক্ষের দৃষ্টি গোচর হবে। এটাই আমরা আশা করছি।
বিষয়: #অভিযোগ #ওয়ারিশনামা #জমি #তৈরী #দখল #ভূক্তভোগী #ভূয়া #সংবাদ #সন্মেলন