মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগারগাঁওয়ে সড়ক বিভাজনে উঠে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা
আগারগাঁওয়ে সড়ক বিভাজনে উঠে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে সড়ক বিভাজনে উঠে যায় মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুরগামী সেফটি এন্টারপ্রাইজের একটি সিটি বাস (ঢাকা মেট্রো -ব ১১-৭০১৬)। এসময় বাসটি মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা মারে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও বেশ কয়েকজন হতাহতের হয়েছেন বলে জানা গেছে।
৯ এপ্রিল, মঙ্গলবার আনুমানিক দুপুর ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজনের ওপর উঠে যায়। কাফরুল থানার এসআই আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বাসটির চালক এবং হেলপার পলাতক রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #আগারগাঁও #ধাক্কা #পিলার #বাস #বিভাজন #মেট্রোরেল #সড়ক