রবিবার ● ৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে সাংবাদিকদের সম্মানে উপজেলা ভাইস চেয়ারম্যানের ইফতার মাহফিল
সেনবাগে সাংবাদিকদের সম্মানে উপজেলা ভাইস চেয়ারম্যানের ইফতার মাহফিল
মো: ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি:
সেনবাগে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির ইফতার ও দোয়ার মাহফিল করেছেন।শনিবার (৬ এপ্রিল) সেনবাগ আইডিয়াল হাই স্কুলের হল রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলাউদ্দিন আলো।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম,সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফখর উদ্দিন,সাধারণ সম্পাদক মনোয়ারুল হক,সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ মিডিয়া ক্লাব সভাপতি মোশাররফ হোসেন,ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,মো. হারুন প্রমুখ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দৈনিক, টেলিভিশন এবং অনলাইনে কমর্রত গণমাধ্যমকর্মীরা।
বিষয়: #ইফতার #মাহফিল #সাংবাদিক #সেনবাগ