রবিবার ● ৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রবাসে বাংলাদেশ » ব্রঙ্কসে কংগ্রেসওম্যান ওকাসিওর উপস্থিতিতে ইফতার পাটি।
ব্রঙ্কসে কংগ্রেসওম্যান ওকাসিওর উপস্থিতিতে ইফতার পাটি।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
নিউইয়র্কের রিপ্রেজেন্টেটিভ আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন আমি অত্যন্ত আনন্দিত যে আজ রমজানের ইফতার উপলক্ষে আপনার সাথে মিলিত হতে পেরেছি।আমি গাজায় যুদ্ধ বিরতির জন্য আমার পক্ষ থেকে সবকিছু করব।সেই জন্য রাষ্ট্রপতি জো বাইডেনের দৃষ্টি আকর্ষনের জোর চেস্টা করতে সাধ্য মতো কাজ করব।
তিনি গত ৬ই এপ্রিল শনিবার স্ট্রালিন বাংলাবাজারে পিও ১০৬ স্কুল প্রাঙ্গনে মুসলিমদের সম্মানে ইফতার পাটিতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আরো বক্তব্য রাখেন ব্রঙ্কস ব্যরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, ড্রিস্ট্রিক্টড স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নানদেজ,ড্রিসক্টিক্ট ৮৭ এসেম্বলী ওম্যান কারনেজ রায়ান,প্রিসেন্ট ৪৩ ইন্সপ্রেক্টর ইয়ালি,বোর্ড ৯ প্রেসিডেন্ড মোহাম্মদ এন মজুমদার,ডিস্ট্রিক্ট ১৩ ডিলিগেট মন্জুর চৌধুরী জগলুল,এন ইসলাম মামুন,সামাদ মিয়া জাকারিয়া,আব্দুস শহীদ,খলিলুর রহমান,বিলাল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ,ব্রঙ্কস ব্যরো প্রেসিডেন্ট অফিস,সিনেটর নাথালিয়া ফার্নানদেজ।
অনুষ্ঠানে ব্রঙ্কসে বসবাসকারী বিভিন্ন দেশের ধর্মপ্রান মুসলিম অধিবাসীরা অংশগ্রহন করেন।
মোহাম্মদ এন মজুমদার জানান প্রথমবারের মতো ব্রঙ্কসে মুসলিম কমিউনিটিদের জন্য মুলধারার নেতৃবৃন্দরা এই ইফতার পাটির আয়োজন করে যা ব্রঙ্কসে বসবাসকারী মুসলমানদের জন্য একটি স্মরনিয় দিন হিসেবে আখ্যায়িত হবে।সবশেষে দোয়া মুনাজাতের পর উপস্থিত সবাই ইফতারে অংশগ্রহন করেন।
বিষয়: #কংগ্রেসওম্যান #ব্রঙ্কস