শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » গল্পঃ #নষ্ট
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » গল্পঃ #নষ্ট
১৪৬ বার পঠিত
শুক্রবার ● ৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গল্পঃ #নষ্ট

গল্পঃ #নষ্টএই ছাড়ো ছাড়োনা প্লিজ
আর কত
উফফফ আমি আর পারছিনা (রিমি)
আমি/ এইতো জানু হয়ে গেছে
রিমি/ তোমাকে নিয়ে আমি আর পারিনা
দুষ্টু কোথাকার
একটু পরে রিমিকে ছেড়ে দিলাম
কপালে একটা চুমু খেয়ে বললাম
আমি/ উম্মা জানু তুমি না সত্যি অনেক
লক্ষী একটা মেয়ে
তাইতো তোমাকে আমি এত ভালোবাসি
একটু আগে আমি রিমির সারা শরীর ছুঁয়ে
দেখেছি
তৃষ্ণা মেটালাম তার দেহ দিয়ে
মেয়েটা আমাকে বড্ড বেশি ভালোবাসে
তাই যখন যা চাই তাই পাই
বিয়ের লোভ দেখিয়ে আজ তাকে রাজি
করিয়েছি
কিন্তু সে তো আর জানেনা
আমার তাকে নয় তার দেহটা ছিলো
প্রয়োজন
আজ আমার সেটাও পূরণ হয়েছে
তাই রিমিকেও আমার আর দরকার নেই
কিন্তু হুট করে সম্পর্ক শেষ করা যাবেনা
আরও কিছুদিন রিমির থেকে মজা নেই
তারপর ছেড়ে দিবো
রিমি/ আচ্ছা আমরা আর কতদিন এভাবে
সবার চোখের আড়ালে লুকিয়ে বেড়াবো
আমার না খুব ভয় হচ্ছে
তুমি দু-একদিনের মধ্যে বিয়ের প্রস্তাব
পাঠাও বাড়িতে
তখন আর লুকিয়ে লুকিয়ে আমাদের দেখা
করতে হবেনা
আমি/ বিয়ে এখন
সোনা আর কিছুদিন অপেক্ষা করো
চাকরিটা হোক তারপর তোমার বাবার
সামনে যোগ্য পাত্র হয়ে দাঁড়াবো
প্লিজ সোনা আর কিছুদিন অপেক্ষা করো
আর আমরা এমনিতেই তো অনেক ভালো
আছি তাইনা
তোমাকে তো আমি বিয়ে করবো কিন্তু
আমাকে একটু সময় দাও নিজের পাঁয়ে
দাঁড়াতে
আমারও তো ইচ্ছে হয় তোমাকে নিজের
করে নিতে সবসময় আমার পাশে পাশে
রাখতে
আমার এমন মিথ্যে মায়া জালের কথা শুনে
রিমি আরও দুর্বল হয়ে গেছে
রিমি/ ঠিক আছে দিলাম সময়
তবে বেশিদিন নয়
আমি/ উফফফ তুমি এখনও শুয়ে আছো উঠো
উঠো
জামাটা পড়ে নাও দেরি হয়ে যাচ্ছে
বুঝতে পারছি রিমির একটু কষ্ট হচ্ছে
তারপরও এখানে তো আর রাত কাটানো
যাবেনা
আমি/ উঠো সোনা অনেক দেরি হয়ে যাচ্ছে
তোমার
রিমি উঠতে উঠতে একটা মিষ্টি হাঁসি
দিয়ে বলতে লাগলো
রিমি/ হোক সময় তাতে কি
স্বামীর সাথে আছি
আমি মনে মনে বলি স্বামী হা হা হা তোর
মত একটা নষ্টা মেয়েকে কে করবে বিয়ে
আমিতো জীবনেও না
একটা সিগারেট ধরালাম
রিমি মুখ থেকে টেনে বলে
রিমি/ এই তোমাকে না বললাম
গল্পটি প্রচার করা হয় আল মাহমুদ
পেজ থেকে নিয়মিত গল্প পেতে আল
মাহমুদ পেজ ফলো দিয়ে রাখুন।
এই বাজে অভ্যাসটা ছেড়ে দিতে
আমি বুঝিনা যেটা পিঁপড়া খায়না সেটার
জন্য তোমরা কেন পাগল
সিগারেটের মত একদিন তুইও জ্বলবি একটু
অপেক্ষা কর।
রিমি/ কি বলো গুন গুন করে
আমি/ কই না তো কিছুনা
চলো যাওয়া যাক,
রিমি/ হুমমমম চলো
দুজনে বেরিয়ে পড়লাম
রিমি/ খুব ক্ষুধা লাগছে চলো কিছু খেয়ে
নিই
আমি/ হুমমমম চলো
আমাকে যখন এতটা সুখ দিলে তখন আর
৫০০-১০০০ এক হাজার টাকার দিকে তাকিয়ে
কি হবে
হাল্কা পাতলা কিছু নাস্তা করে রিমিকে
একটা রিক্সায় তুলে
দিলাম।
রিমি/ বাই
আমি/ বাই
আমিও আমার বাসায় চলে যাই
অনেক তো হলো
বাসায় ঢুকতে আম্মু ডাক দিলো
আম্মু/ ধ্রুব
আমি/ হুমমমম
আম্মু/ এদিকে আয়
আম্মুর পাশে যেতে আম্মু কয়েকটা মেয়ের
ছবি দিয়ে বললো
আম্মু/ দেখতো কাকে তোর ভালো লাগে
যাকে ভালো লাগবে তার সাথে তোর
বিয়ে দিবো
আমি/ ওহহহ আম্মু এসব আমার দেখা
লাগবেনা
তোমরা দেখ তোমরা পছন্দ করো,
যাকে তোমাদের পছন্দ হবে, আমি তাকে
বিয়ে করবো।
আমি কি আর তোমাদের অবাধ্য হতে পারি
ছেলের মুখে এমন কথা শুনলে সব মা বাবার-
ই মুখে হাঁসি ফুটে
সেই খুশিতে আমার আম্মুও বলতে লাগলো
আম্মু/পাগল ছেলে একটা
এতক্ষণ কোথায় ছিলি
আমি/ বন্ধুদের সাথে একটা ঘোরাঘুরি
করছিলাম
আম্মু/ হুমমমম সারাদিন ঘোরাঘুরি করলে
দিন কাটবে
রাখ বন্ধ করবো তোর এদিক ওদিক ঘোরাঘুরি
আম্মু সব ছবি গুলো দেখতে লাগলো
কিন্তু একটা ছবি বার বার নিয়ে দেখতে
লাগলো
বুঝতে পারছি এই মেয়েটাকে আম্মুর পছন্দ
হয়েছে
ছবিটা হাতে নিয়ে বললাম
আমি/ বাহ্ দারুনতো মেয়েটা
আম্মু/ তোর পছন্দ হয়েছে
আমি মাথা নাড়িয়ে দিয়ে উত্তর দিলাম
আম্মু/ ঠিক আছে এই মেয়েটাকে তোর বউ
করে ঘরে তুলবো
খুশি মনে ঘরে ঢুকলাম
হঠাৎ মাথায় আসলো রিমির কথা
রিমিকে কিভাবে বোঝাবো
ভাবছি আর ভাবছি না থাক এখন কিছু বলা
যাবেনা
সময়মত সব ঠিক করে নিবো
যদি কোন বাড়াবাড়ি করতে যায় সবকিছু
ফাঁস করে দেওয়ার ভয় দেখাবো
তখন হয়তো লোক লজ্জার ভয়ে চুপ থাকবে
ভাবতে না ভাবতে রিমির ম্যাসেজ
রিমি/ জানু কি কর
ম্যাসেজটা দেখে আমি তাকে কল দিলাম
আমি/ এই তুমি আমাকে জানু বাবু বলে যখন
তখন এভাবে বিরক্ত করবেনা।
রিমি/ কি হয়েছে তোমার
এমনভাবে কথা বলছো কেন
আমি/ তো কিভাবে বলবো
আর শোন এখন আমি ব্যস্ত আছি পরে কথা
হবে
বলে ফোনটা রেখে দিলাম
রিমি বার বার কল দিচ্ছে
দিতে থাক তাতে আমার কি
একটু একটু করে রিমির থেকে আমাকে দূরে
স্বরে যেতে হবে
ওর মত মেয়ের সাথে শুধু নষ্টামি করা যায়
বিয়ে করে ঘরের বউ বানানো নয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত



বিষয়: #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)