শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
৩৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেডিতে একটি রাসায়নিক কারখানায় পারমাণবিক চুল্লি বিস্ফোরণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন এখনও আটকা পড়ে আছেন বলে জানা গেছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৩ এপ্রিল, বুধবার স্থানীয় সংবাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিস্ফোরণের সময় প্রায় ৫০ জন মানুষ ছিলেন ওই ভবনটিতে। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে ওই কারখানার ম্যানেজারও রয়েছেন। আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ভবনটির ভেতরে আরেকটি চুল্লি যেকোনো সময় বিস্ফোরণের শঙ্কা রয়েছে। এরই মধ্যে কর্তৃপক্ষ আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া শুরু করেছে।

ঘটনাস্থলের এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর এখনো ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বেড় হচ্ছে। যা দেখে বিস্ফোরণের তীব্রতা সম্পর্কে আঁচ করা যায়।

এর আগে সোমবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি কটন মিলে আগুন লাগে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর এক সপ্তাহ আগে একটি খাদ্য উৎপাদনের কারখানায় আগুনের ঘটনা ঘটে।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)