শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ নির্বাচন কমিশনারের
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ নির্বাচন কমিশনারের
৭৬ বার পঠিত
বুধবার ● ৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ নির্বাচন কমিশনারের

উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ নির্বাচন কমিশনারেরআসন্ন উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছেন নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আহসান হাবিব খান।

২ এপ্রিল, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, মাঠপর্যায়ের প্রশাসন যদি নিরপেক্ষ ও শক্তিশালীভাবে তাদের কাজ করে, তবে কোথাও কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। আমরা সুন্দর এবং স্বচ্ছভাবে আগামী ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপহার দিতে চাই ।

এর আগে সকাল ১১টায় ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর মোট ৫টি জেলার ডিসি-এসপি, নির্বাচন কমিশনসহ মাঠ পর্যায়ের বিভিন্ন শ্রেণির সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম উল আহসানসহ ৪ জেলার ডিসি, এসপি উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আহসান হাবীব জানান, বিগত নির্বাচনে যারা প্রশ্নবিদ্ধ হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদেরকে নির্বিঘ্নে, নিরাপদে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত ও ভোট প্রদানের সুষ্ঠু পরিবেশ তৈরিতে যা যা করার স্থানীয় প্রশাসন তাই করবে। কোন ভাবেই যেন ভোটাররা যেন অসন্তষ্ট ও ভীতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন আরও সুন্দর হবে বলে তিন দাবি করেন।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)