শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণের চারদিন পর তরুণী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার।
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণের চারদিন পর তরুণী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার।
৫৪ বার পঠিত
সোমবার ● ১ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণের চারদিন পর তরুণী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার।

সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণের চারদিন পর তরুণী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার।ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় অপহরণের চারদিনের মাথায় ১৫ বছরের জনৈকা তরুণীকে উদ্ধার ও অপহরণকারী আবব্দুর নুর(২০)কে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
গ্রেফতারকৃতকে ৩১(মার্চ)রোববার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলার বাদী মারফতে জানাগেছে,গত ২৬ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রাম এলাকায় দারুল কেরাত থেকে বাড়ি ফিরছিলেন গোতগাঁও
(আমিনপুর)গ্রামের ১৫ বছরের জনৈকা তরুণী। এ-সময় পথিমধ্যে একই ইউনিয়নের গোতগাঁও গ্রামের আবব্দুল হান্নানের পু্ত্র সিএনজি (অটোরিকশা)চালক আবব্দুর নুর(২০)তরুণীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্হানে নিয়ে যায়।এ-ঘটনায় তরুণীর মা জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্র ধরে অপহরণের ৪ দিনের মাথায় ৩০(মার্চ)রোববার রাতে পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়ার সহায়তায় অপহৃতা তরুণীকে উদ্ধার ও অপহরণকারী সিএনজি (অটোরিকশা)চালক আবদুর নুরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ-ঘটনায় তরুণীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টোর সজিব মিয়া জানান, গ্রেফতারকৃত অপহরণ ও ধর্ষণ মামলার আসামী আবদুন নুরকে ৩১ মার্চ রোববার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।একই সঙ্গে ধর্ষিতা তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)