শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » সিলেটের ১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন শতাধিক নেতা
প্রথম পাতা » রাজনীতি » সিলেটের ১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন শতাধিক নেতা
৬৩ বার পঠিত
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের ১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন শতাধিক নেতা

সিলেটের ১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন শতাধিক নেতা, সিলেট-৩ থেকে ৯ জনবিশেষ প্রতিনিধি : সিলেট বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে চান শতাধিক নেতা। এরিমধ্যে তারা ঢাকায় গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন অনেকেই।

এই সময়ের মধ্যে আরও মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন দলীয় নেতারা। সিলেটের ১৯ আসনের মধ্যে কোনো আসনেই একক প্রার্থী নেই। সিলেট-১ আসনেও নৌকার টিকিট চান দু’জন।

দলীয় সূত্র জানিয়েছে- রোববার পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০৪ জন নেতা। রোববার পর্যন্ত দু’দিনে এসব নেতারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে ৩১ জন, সুনামগঞ্জের ৫টি আসনে ৩০ জন, মৌলভীবাজার ও হবিগঞ্জের চারটি করে আসনে যথাক্রমে ২২ ও ২১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী হিসেবে নাম রয়েছে বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের। তাছাড়া নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট-২ আসনে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা অরূপ রতন চৌধুরী। তাছাড়া বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও আওয়ামী লীগ নেতা আবদুল গণি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

সিলেট-৩ থেকে ৯ জন

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, প্রবাসী আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মনির হোসাইন ও মিসবাউর রহমান, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সেক্রেটারি আবদুর রকিব মন্টু, আওয়ামী লীগ নেতা হুমায়ূন আহমদ ও মো. মতিউর রহমান।

সিলেট-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল ও গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক।

সিলেট-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আহমদ আল কবীর ও ঢাকাস্থ সিলেট বিভাগীয় আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোশতাক আহমদ এবং তাসলিমা খানম।

সিলেট-৬ থেকে ৯ জন

সিলেট-৬ আসনে এবারও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও ৮ জন। তারা হলেন- কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আবুল কাশেম পল্লব, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিকুল ইউনুস জায়গীরদার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, যুক্তরাজ্য প্রবাসী নেতা আফসার খান সাদেক ও মোহাম্মদ আবুল কালাম চৌধুরী।

সুনামগঞ্জ-১ থেকে ১০ জন

সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ১০ জন। এর মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জম হোসেন রতন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শামীমা আকতার খানম, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার, আওয়ামী লীগ নেতা মো. গোলাম কিবরিয়া, মো. মাহবুব খান, মো. রফিকুল ইসলাম তালুকদার, মো. নুরুল হাসান, আখতারুজ্জামান আহমদ, বিনয় ভূষণ তালুকদার ও এমআর হায়দার চৌধুরী।

সুনামগঞ্জ-২ আসনে বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছন। এছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস, আওয়ামী লীগ নেতা অনুকূল তালুকদার, সুবীর নন্দী দাস ও রিপা সিনহা।

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবীর রুমেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখ্‌ত পলিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল হুদা চপল ও আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন।

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন- বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, আবদুস শহীদ মুহিত, মো. আখতার আহমদ, আনিসুজ্জামান মো. আজাদ ও এমডি মতিউর রহমান নানু।

মৌলভীবাজার-১ আসনে বর্তমান সংসদ সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগ নেতা সিপার উদ্দিন আহমদ, রুকন উদ্দিন আহমদ, এম. সাদরুল আহমেদ খান ও একেএম সফি আহমদ সলমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মৌলভীবাজার-৩ আসনে বর্তমান সংসদ সদস্য নেছার আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, আওয়ামী লীগ নেতা সৈয়দ রেজাউর রহমান, মো. কামাল হোসেন, আবদুল মালিক তরফদার, আবদুর রহিম শহিদ, ছয়ফুর রহমান ও মো. জিল্লুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মৌলভীবাজার-৪ আসনে মোট ৬ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, আওয়ামী লীগ নেতা মো. রফিকুর রহমান, সৈয়দ মো. মনসুরুল হক, সোহেল আহমেদ, নবারুণ দাস এবং এএসএম আজাদুর রহমান।

হবিগঞ্জ জেলার ৪টি আসনে মোট ২১ জন নেতা আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

হবিগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের ৬ নেতা। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ গাজী (মিলাদ গাজী), সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. আবদুল মুকিত চৌধুরী ও শেখ মো. সাজু মিয়া।

হবিগঞ্জ-২ আসনে বর্তমান সংসদ সদস্য মো. আবদুল মজিদ খানের সঙ্গে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা মর্তুজা হাসান, আহাদ মিয়া, আমির হোসেন, এনামুল হক ও মো. সাদিকুর রহমান চৌধুরী।

হবিগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির, আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিন মোল্লা ও আবুল হাসেম মোল্লা।

হবিগঞ্জ-৪ আসনে এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন বর্তমান সংসদ সদস্য বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী। একই আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন), আওয়ামী লীগ নেতা মো. আকবর হোসেইন, নিজামুল হক, মো. জাকির হোসেন চৌধুরী ও এস এম এন ইসলাম মুনির।



বিষয়: #


রাজনীতি এর আরও খবর

৩য় ধাপের উপজেলা নির্বাচন, প্রচার শেষ মধ্যরাতে ৩য় ধাপের উপজেলা নির্বাচন, প্রচার শেষ মধ্যরাতে
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ আগামীকাল ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ আগামীকাল
বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে  ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন
ত্রিশালে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন ত্রিশালে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন
দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
মে দিবসে রাজধানীতে শ্রমিক জনসভা করবে আওয়ামী লীগ মে দিবসে রাজধানীতে শ্রমিক জনসভা করবে আওয়ামী লীগ
উপজেলা নির্বাচনে কে কার আত্মীয়, দেখবে না নির্বাচন কমিশন: ইসি আলমগীর উপজেলা নির্বাচনে কে কার আত্মীয়, দেখবে না নির্বাচন কমিশন: ইসি আলমগীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)