বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » তিউনিসিয়ায় বিরোধী নেতাকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
তিউনিসিয়ায় বিরোধী নেতাকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
এগারো বছর পূর্বে তিউনিসিয়ার বিরোধী দলীয় নেতা চোকরি বেলাইদকে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড এবং দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
২৭ মার্চ, বুধবার সন্ত্রাসবিরোধী বিচার বিভাগের ডেপুটি পাবলিক প্রসিকিউটর এই সাজা নিশ্চিত করেছেন।
আলজাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়, বামপন্থি বেলাইদকে হত্যার অভিযোগে মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তাদের মধ্যে অভিযুক্ত ১৮ জনকে দুই থেকে ১২০ বছরের সাজা এবং বাকি পাঁচজনকে খালাস দেয়া হয়েছিল।
তিনি তৎকালীন ক্ষমতাসীন ইসলামপন্থি দল এন্নাহদার কঠোর সমালোচক ছিলেন। বেলাইদকে তার বাড়ির বাইরে নিজের গাড়িতে হত্যা করা হয়েছিল।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত থেকে কয়েক ডজন বেলাইদ সমর্থক তিউনিসের আদালতের কাছে জড়ো হয়ে বিচারের দাবিতে স্লোগান দেয়।
তারা শ্লোগান দেয় ‘চোকরী সদা বেঁচে আছে’ এবং ‘আমরা শহীদের রক্তের প্রতি অনুগত’।
বেলাইদকে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি তার বাড়ির বাইরে তার গাড়িতে গুলি করে হত্যা করা হয়। ডেমোক্রেটিক প্যাট্রিয়টস পার্টির সেক্রেটারি-জেনারেল তৎকালীন ক্ষমতাসীন ইসলামপন্থী দল এন্নাহদা’র তীব্র সমালোচক ছিলেন। বেলাইদ দাবি করেছিলেন যে, ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ক্ষমতাসীন দল চোখ বন্ধ করে রেখেছে।
তার জানাযায় তিউনিসিয়ার ইতিহাসে সর্ববৃহৎ জনসমাবেশ ছিল। এতে আনুমানিক এক মিলিয়ন মানুষ রাস্তায় নেমেছিল, যার ফলে ব্যাপক বিক্ষোভ হয়।
বিষয়: #তিউনিসিয়া #নেতা #বিরোধী #মৃত্যুদণ্ড #হত্যা