বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » গল্প: অর্পা
গল্প: অর্পা
বাবা তুমি তোমার অন্য মেয়েদের কত সুন্দর
ছেলের সাথে বিয়ে দিলে আর আমার জন্য
কি এই কালো ছেলেটাকেই পছন্দ হলো?
আমি বোধ হয় তোমার নিজের মেয়ে নই বাবা
তাইনা।
কথা গুলো অর্পা তার বাবাকে এক নিশ্বাসে বলে দিলো।
অর্পার বাবার তিন মেয়ে একজন ছেলে অর্পা
সবার ছোট আর খুব জেদি মেয়ে।
অর্পার বাবা একদিন ব্যবসার কাজে ঢাকা
যাচ্ছিলো যেতেই তার বাস দুর্ঘটনা হয়। অর্পার বাবা গুরুতর আহত হয়।
সবাই শুধু ঘিরে ধরে দেখছিলো কিন্তু কিছু
বলার শক্তি টুকু ছিলোনা।
হঠাৎ একটা ছেলে কোথাথেকে যেনো দৌড়ে আসলো। ছেলেটার গায়ের রং কালো হলেও
লম্বাচওড়া আর সুঠাম দেহের অধিকারী
সে এক ঝটকায় অর্পার বাবাকে কাধে তুলে
মেডিকেলে নিয়ে গেলো। তারপর মেডিকেলে
কিছু চিকিৎসার পর অর্পার বাবা ভালো ভাবেই কথা বলতে পারছে।
তিনি দেখলেন তার পাশে সেই সুঠাম দেহের অধিকারী কালো ছেলেটা বসে আছে।
অর্পার বাবা ছেলেটাকে তার না জিগ্যেস করলো, সে বললো তার নাম রাজিব পেশায় পুলিশের SI। অর্পার বাবা ছেলেটার আচরণ এতোটাই পছন্দ হলো যে ছেলেটার থেকে
ঠিকানা নিয়ে
নিজেই ছেলের বাড়ীতে ঘটক পাঠালেন
অর্পার সাথে বিয়ে দেওয়ার জন্য। ছেলে আর
ছেলের বাবা মা আসলো অর্পাকে দেখতে।
অর্পাকে দেখে রাজিবের বাবা মায়ের খুব পছন্দ হলো। তারা আর দেরি না করে
অর্পাকে আংটি পরিয়ে দিলো। তারা সামনের
মাসের মাঝামাঝি সময়ে বিয়ের দিন ঠিক করলো।
অর্পা তখন কিছু বা বললেও তারা চলে যাওয়ার পর অর্পা তার বাবা উপরের কথা গুলো বললো।
অর্পার বাবা অর্পা কে বুকের সাথে জড়িয়ে ধরে বললো, মারে তোকে আমি একটা সোনার টুকরো উপহার দিচ্ছি।
রাজিব কালো হলেও ওর মানবিকতার কাছে সবাই হার মানবে তুই দেখিস মা।
আমাকে একদিন তুই নিজেই সেটা বলবি।
অর্পা বাবাকে ছাড়িয়ে দিয়ে বললো, আমার ভালো লাগছেনা এসব।
অর্পার বাবা এদিকে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন
সামনের মাসে মেয়ের বিয়ে। সব যোগার যন্ত্র সেরে নিচ্ছেন।
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেলো।
আজ অর্পার বিয়ে বাড়ীতে অনেক লোকজন
এসে গেলো অর্পার বন্ধু বান্ধবীরা এসে গেছে
তাকে সাজানো হচ্ছে। এর মধ্যেই হৈচৈ
শুরু হলো বর আসছে। সবাই বর দেখতে গেলো।
অর্পার বান্ধবীরা বর দেখে এসে অর্পাকে বললো, তোর মত একটা সুন্দরী মেয়ের
সাথে আঙ্কেল কি করে এমন একটা কালো
ছেলের বিয়ে দিচ্ছে আমার বুঝে আসছে না।
অর্পার মনটা আরও খারাপ হয়ে গেলো।
লেখা:ফিলিপ সরকার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত
বিষয়: #অর্পা #গল্প