মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » রেসিপি » ইফতারে স্বাদ বদলাতে চিকেন মাসালা ফ্রাই
ইফতারে স্বাদ বদলাতে চিকেন মাসালা ফ্রাই
চিকেন মাসালা ফ্রাই খুব মজার একটি আইটেম। আর রান্না করাটাও দারুণ ইজি। ইফতারে স্বাদ বদলাতে এই আইটেমটি হতে পারে দারুণ ও সকলের পছন্দের
এছাড়াও, মেহমানদের খেতে দিতে চটজলদি বানিয়ে ফেলার জন্য পারফেক্ট একটি ডিশ এটি। রেসিপিটি দেখে নিন।
চিকেন মাসালা ফ্রাই রান্নার উপকরণ
মুরগীর রানের পিস ২টা
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ১ চা চামচ
এলাচি গুঁড়ো হাফ চা চামচ
লবণ স্বাদ মতো
যেকোনও ক্রিম হাফ কাপ অথবা টক দই হাফ কাপ
চিকেন মাসালা ফ্রাই রান্নার প্রণালী
১) সব উপকরণ মাখিয়ে মুরগী মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা ।
২) এবার প্যানে ৪ টেবিল চামচ তেল দিন। মশলা মাখা মুরগীর পিস গুলো তেলে দিয়ে ভাজা ভাজা করে নিন। ঢাকনা লাগিয়ে কম আঁচে ২০ মিনিট ভাজুন। কোনও পানি দেয়া লাগবে না।
৩) এবার এই ভাজা মুরগীতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, অল্প লেবুর রস, টমেটো টুকরা, পেঁয়াজ পাতা, অল্প মিহি আদা কুচি দিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে নিন।
যে কোনও নান, চালের রুটি অথবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন।
বিষয়: #ইফতার #চিকেন #ফ্রাই #মাসালা #স্বাদ