মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে এতিম শিশুদের নিয়ে ১৪ বিজিবি’র ইফতার মাহফিল
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে এতিম শিশুদের নিয়ে ১৪ বিজিবি’র ইফতার মাহফিল
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা কড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৮০ জন এতিম শিশুদের নিয়ে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি’র (সীপকস) উপ-শাখার আয়োজনে এবং বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা ১৪ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন বিজিবিএমএস, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাফায়াত জামিল অনব, সহকারী অধিনায়ক মোহাম্মদ শাহ আলম, কড়িয়া বিওপি কমান্ডার মোঃ আসাদুজ্জামান, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, স্থানীয় সুধীজন ও গনমাধ্যম কর্মী।
পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন বলেন, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর অসহায় ও দুস্থ জনগণের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর পবিত্র মাহে রমজান উপলে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি’র পক্ষ থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশ এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবি বরাবরই সীমান্তের অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে থাকে।
বিষয়: #ইফতার #জয়পুরহাট #পাঁচবিবি #বিজিবি #সীমান্ত