শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ২৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » গাজার তিন হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান
প্রথম পাতা » বিশ্ব » গাজার তিন হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান
৮০ বার পঠিত
সোমবার ● ২৫ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজার তিন হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অবস্থিত আল-আমাল এবং নাসের হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে গাজার উত্তরাঞ্চলে আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে সপ্তাহব্যাপী অভিযান চালানো হচ্ছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তীব্র গোলাগুলির কারণে মেডিকেল টিমের সদস্যরা সেখানে আটকা পড়েছেন। অপরদিকে ইসরায়েল দাবি করেছে, তারা গাজার প্রধান আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে ৪৮০ যোদ্ধাকে আটক করেছে।

গাজার তিন হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযানইসরায়েল বলছে, গাজা উপত্যকার হাসপাতালগুলো ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস। এই দাবির পক্ষে বেশ কিছু ভিডিও এবং ছবিও প্রকাশ করেছে তারা। যদিও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং গাজার হাসপাতালগুলোর মেডিকেল স্টাফরা ইসরায়েলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে তীব্র গোলাগুলি এবং বোমা হামলার মধ্যে আল-আমাল এবং নাসের হাসপাতালের আশেপাশে হঠাৎ একটি ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করায় তাদের এক কর্মী নিহত হয়েছেন।

আল-আমাল হাসপাতালে অভিযানের বিষয়ে ইসরায়েলি বাহিনী বলছে, সন্ত্রাসীরা আল-আমাল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বেসামরিক অবকাঠামো ব্যবহার করছে।

রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলছে, ইসরায়েলি বাহিনী আমাল হাসপাতাল বন্ধ করে দিয়েছে এবং এর আশেপাশে বুলডোজার দিয়ে ভয়াবহ অভিযান চালিয়েছে। আমাদের পুরো টিম এই মুহুর্তে চরম বিপদে রয়েছে এবং সম্পূর্ণরূপে অচল হয়ে গেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আল-আমাল হাসপাতাল সম্পূর্ণ খালি করে দেওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল। কিন্তু সেখানে হাসপাতাল কর্মী ও রোগীদের পাশাপাশি বাস্তুচ্যুত লোকজনও আশ্রয় নিয়েছে। লোকজনকে সেখান থেকে সরে যেতে বাধ্য করতে ইসরায়েল স্মোক বোমা ছুড়ছে।

রেড ক্রিসেন্ট পরবর্তী এক আপডেটে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে মাথায় আঘাত পেয়ে হাসপাতালের কম্পাউন্ডের ভিতরেই এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহ ধরে ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা গাজার উত্তরাঞ্চলের আল শিফা শহর থেকে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকজন রোগী ও চিকিৎসা কর্মীকে আটক করেছে। হামাস পরিচালিত মিডিয়া অফিস বলছে, আল শিফা হাসপাতালে গত সাতদিন ধরে চলা অভিযানে ইসরায়েলি বাহিনী পাঁচ ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা করেছে।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)