শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ২২ মার্চ ২০২৪
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » #ইয়ে_ইয়ে_করা_জনগন
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » #ইয়ে_ইয়ে_করা_জনগন
৫৯ বার পঠিত
শুক্রবার ● ২২ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

#ইয়ে_ইয়ে_করা_জনগন

#ইয়ে_ইয়ে_করা_জনগনবলছিলাম যে , ম্যাম আপনি কী ইয়ে করতে জানেন ? ”
অশ্লীল একটা ছবি চোখের সামনে ধরে আমার নতুন পিএ মিস্টার আরফান উপরিউক্ত উক্তিটি আমার দিকে ছুঁড়েন। আর আমি সেক্রেটারি’র মুখে অবান্তর কথা টা শুনে অবাক না হয়ে পারলাম না। থতমত খেয়ে পেছনে ঘুরে বুকে হাত বেঁধে তাকে ফের উত্তর দিলাম,
– ফাজলামো করছেন ? ”
— না না ম্যাম !”
– তাহলে একটু আগে আপনি আমাকে কি বললেন ? ”
— বলছিলাম যে আপনি ইয়ে করতে জানেন কি’না ! ”
— এই “ইয়ে” টা কে তুমি কী বোঝাতে চাইছো মিস্টার আরফান ? ”
— ইয়ে ম্যাম ! ইয়ে,,, “ইয়ে” বলতে,,,।”
— হাউ ডেয়ার ইউ ? আমার চোখের সামনে অশ্লীল ছবি বের করে অবান্তর প্রশ্ন করার সাহস তুমি পাও কোথা থেকে ? ”
আমার চিৎকার টা বেশ জোরেই ছিলো। অফিসের ডেস্কে বসে থাকা সকলেই নড়েচড়ে উঠে। আমার রাগ সম্পর্কে সবাই অবগত। রাগে আমার শরীর ঘীনঘীন করছে। তখনই ছুটে আসে ম্যানেজার। আমাকে দেখে তিনি গলা স্বর আস্তে করে জিজ্ঞাসা করলেন,
– কি,কি হয়েছে মামনি । [বাবার বয়সী বলে তিনি আমাকে মামনি বলেই ডাকেন]
ম্যানেজার আংকেল এর কথায় খানিকটা দমে গিয়ে বললাম,
— আপনার বাছাই করে দেওয়া নতুন পিএ আমাকে যা নয় তা বলেছে। বিশেষ করে একটা খারাপ ছবি আমাকে দেখিয়েছে। আর বলেছে,,,, ছিঃ ! ”
আমার কথা শুনে পিএ এগিয়ে আসলেন আর বললেন,
— আরে ম্যাম আপনি কি উল্টাপাল্টা বলছেন ? আমি কখন খারাপ কথা বললাম। আমি তো ইয়ে,,,আরে আমি তো কাজের কথাই বলছিলাম। ম্যানেজার কাকাই তো আমাকে অয়ে করতে পাঠালো । ”
“ইয়ে” ইয়ে শব্দটা যেন আমার কানে বিষের মতো লাগছিলো। তখনই চিৎকারে বলে উঠলাম,
— উফফফ ! থামবেন ? ”
আমার অবস্থা বুঝতে পেরে ম্যানেজার আংকেল বলে উঠে,
– শান্ত হও মা । আমি বলছি তোমাকে সবটা।”
এই বলে আমাকে একটা বেঞ্চে বসিয়ে এক গ্লাস পানি দিয়ে বলতে লাগলেন,
– আমিই ওকে পাঠিয়েছিলাম তোমার কাছে। আমাদের রিসেন্ট কেস টায় একটা ক্লু পাওয়া গিয়েছে। যেটা একটা অশ্লীল ছবি। ধারণা করা হচ্ছে সেটা একটা এডিটিং ছবি। তবে এটা কেউ প্রমাণ সমেত হাজির করতে পারছেনা। তাই উপর মহল আমাদের কাছে ছবি টা সেন্ড করেছে। তুমি তো এইসবে এক্সপার্ট তাই। বাকীটা তো বুঝছোই ? আর আমাদের নতুন পিএ এর সমস্যা হচ্ছে,
“ কথায় কথায় ইয়ে ইয়ে করে ! ”
সবাই সবটা শুনে বেক্কল বনে যায়। সাথে আমিও। লজ্জায় উঠে চলে গেলাম নিজের কেবিনে। সাথে বাকীরাও ।
অতঃপর #ইয়ে_ইয়ে_করা_জনগন এর জনসমাজে অবস্থা এটাই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)