বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মনোনয়ন দাখিল ১৫ এপ্রিল ১৫২ উপজেলায় প্রথম ধাপে নির্বাচন ৮ মে
মনোনয়ন দাখিল ১৫ এপ্রিল ১৫২ উপজেলায় প্রথম ধাপে নির্বাচন ৮ মে
প্রথম ধাপে দেশের ১৫২ উপজেলা পরিষদে নির্বাচনের তফশিল ষোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৮ মে ভোটগ্রহণ হবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। তফশিল ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১৫ এপ্রিল মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহার ২২ এপ্রিল। এছাড়া প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল। ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিটা ব্যালটে। দ্বিতীয় ধাপে ভোট হবে ২৩ মে, তৃতীয় ধাপে ভোট হবে ২৯ মে, চতুর্থ ধাপে ভোট হবে ৫ জুন।
বিষয়: #মনোনয়ন. দাখিল. এপ্রিল