শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ২০ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানে চুরি
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানে চুরি
৮১ বার পঠিত
বুধবার ● ২০ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানে চুরি

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানে চুরিকাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে কিটনাশক দোকানের পিছনের দেয়ালের ইট খুলে এবং দরজা ভেঙ্গে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার গহেলাপুর বাজারে এঘটনা ঘটে। এঘটনায় বুধবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দোকান মালিক গহেলাপুর গ্রামের ইউসুপ আলীর ছেলে গোলাম রাব্বানী বলেন,তিনি এবং ছোপ ভাই রায়হান মিলিতভাবে দোকান পরিচালনা করে আসছিলেন। রায়হানের স্ত্রীর প্রসবজনিত কারনে দুই ভাইই নওগাঁ একটি চিকি’সালয়ে থাকায় দোকানে কেউ ছিলনা। বুধবার সকাল ১০টা নাগাদ দোকানে গিয়ে দেখতে পান দোকানের প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার কিটনাশক ওষুধ চুরি হয়েগেছে। তিনি বলেন,চোরেরা দোকানের পিছনের ওয়ালের ইট খুলে ফেলেছে এবং একটি দরজা ভেঙ্গে ফেলেছে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)