শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে শায়েস্তাগঞ্জের ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহকারী জনতার হাতে ধরাশায়ী। ভ্রাম্যমান আদালতে উভয়ের সাত দিনের কারাদণ্ড প্রদান জেল হাজতে প্রেরন।।
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচংয়ে শায়েস্তাগঞ্জের ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহকারী জনতার হাতে ধরাশায়ী। ভ্রাম্যমান আদালতে উভয়ের সাত দিনের কারাদণ্ড প্রদান জেল হাজতে প্রেরন।।
৬২ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জের বানিয়াচংয়ে শায়েস্তাগঞ্জের ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহকারী জনতার হাতে ধরাশায়ী। ভ্রাম্যমান আদালতে উভয়ের সাত দিনের কারাদণ্ড প্রদান জেল হাজতে প্রেরন।।

আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে শায়েস্তাগঞ্জের ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহকারী জনতার হাতে ধরাশায়ী। ভ্রাম্যমান আদালতে উভয়ের সাত দিনের কারাদণ্ড প্রদান জেল হাজতে প্রেরন।।হবিগঞ্জের বানিয়াচংয়ে শায়েস্তাগঞ্জের ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যাবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়কারী এক মহিলা ও এক যুবক জনতার হাতে ধরাশায়ী।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের জুগুর আলীর কন্যা আলেমা আক্তার(২৫)
কে সাতদিনের কারাদণ্ড ও তার সহকারী একই ঠিকানার সাগর আলীর পুত্র রাকিব মিয়া(১৯),
কে ভ্রাম্যমাণ আদালতে সাতদিনের কারাদণ্ড প্রদানে জেল হাজতে প্রেরনে হয়েছে।
১৯ মার্চ(মঙ্গলবার)বিকেলে বানিয়াচং উপজেলা সদরের(গ্যানিংগন্জ বাজারে)যাহা নতুন বাজার হিসাবে পরিচিত ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যাবসায়ীদের নিকট থেকে অর্থ আদায় করছিলেন।
বিষয়টি সাধারণ ব্যাবসায়ীরা বুঝতে পেরে অভিযুক্তদের কে আটক করেন।
অভিযোগ পেয়ে তাতক্ষনিক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের কে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডদেশের রায় প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধভাবে সাধারণ ব্যাবসায়ীদের নিকট থেকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের জন্য ওই ভূয়া ম্যাজিস্ট্রেট ও তার এক সহকারী কখনো ম্যাজিস্ট্রেট,
কখনো সাংবাদিক আবার কখনো মানবাধিকারের কর্মকর্তা পরিচয় দিয়ে বেশ কয়েকজন ব্যাবসায়ীদেরকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছেন ওই দুই ব্যাক্তি।
বিষয়টি অন্যান্য ব্যবসায়ী ও জনতার সন্দেহ হলে তাদেরকে আটক করেন।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)