মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে অটো টমটম গাড়ীর ধাক্কায় হাসপাতালের অফিস সহকারী নিহত
রাণীনগরে অটো টমটম গাড়ীর ধাক্কায় হাসপাতালের অফিস সহকারী নিহত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ব্যাটারী চালিত অটো টমটম গাড়ীর ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪২) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ রাণীনগর হাসপাতালের গেটের সামনে এঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম রাণীনগর উপজেলা হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন। তিনি নওগাঁ সদর উপজেলার বোয়ালীয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন বলেন,জাহাঙ্গীর আলম সকাল সাড়ে ১০টা নাগাদ হাসপাতাল গেটের সামনে রাস্তা পারা-পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির ব্যাটারী চালিত একটি অটো-টমটম তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এর পর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে হাসপাতালে ভিতরে নিয়ে আসে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পর নওগাঁ হাসপাতালে চিকি’সাধীন অবস্থায় মারা যান তিনি। তবে অটো চালককে এখনো সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ডা: ইফতেখারুল আলম খাঁন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,টমটমের ধাক্কায় নিহতের ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #অটো #টমটম #নিহত #রাণীনগর #সহকারী