শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » তৈলবাহী লরি, যাত্রীবাহী ও পণ্যবাহী পরবিহন এসর্কটের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব-৯, সিলেট
প্রথম পাতা » প্রধান সংবাদ » তৈলবাহী লরি, যাত্রীবাহী ও পণ্যবাহী পরবিহন এসর্কটের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব-৯, সিলেট
৭০ বার পঠিত
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তৈলবাহী লরি, যাত্রীবাহী ও পণ্যবাহী পরবিহন এসর্কটের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব-৯, সিলেট

তৈলবাহী লরি, যাত্রীবাহী ও পণ্যবাহী পরবিহন এসর্কটের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে র‌্যাব-৯, সিলেটবুলবুল আহমেদ:- দেশে বিভিন্ন সময়ে চলমান হরতাল- অবরোধে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণের জানমানের নিরাপত্তা প্রধান ও দেশের সম্পদ রর্ক্ষাথে র‍্যাব-৯ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে কাজ করছে।

এরই অংশ হিসাবে চলমান হরতাল-অবরোধে জনসাধারণের চলাচলে কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে এবং নির্বিঘ্নে সব ধরনের যানবাহন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন পণ্যবাহী, যাত্রীবাহী গাড়ি ও তৈলবাহী লরি নিরাপদে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে র‍্যাব-৯ কাজ দায়িত্বর্পূণ জায়গাগুলোতে নিয়মিত ভাবে এসর্কট প্রধানের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পণ্যবাহী, যাত্রীবাহী ও তৈলবাহী লরিকে নিরাপে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর লক্ষে র‍্যাব-৯ দায়িত্ব নিয়মিত দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য যে, সিলেট বিভাগের হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ড থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী বিভিন্ন তৈলবাহী লরি কনভয়কে নিয়মিত র‍্যাবের এসর্কট দেওয়া হচ্ছে।

এছাড়াও সিলেট থেকে বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী বাস মাইক্রোবাসকে নিরাপদে গন্তব্যে পৌছে দিতে এসর্কট করে নিরাপত্তা দিচ্ছে র‍্যাব-৯। নাশকতা ও সহিংসতার মাধ্যমে কেউ যেন জনমনে ভীতির সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যাব-৯ এর বিশেষ টহল এবং চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি র‍্যাব সদস্যরা সাদা পোষাকে সর্তকতার সাথে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সব ধরনের পরিবহণ ও সাধারণ জনগণ যেন নিশ্চিন্তে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য র‍্যাব-৯ এর উক্ত নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যে কোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরকির।
বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশহুির রহমান সোহেল।



বিষয়: #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)