শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ১৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পবিত্র রমজান মাসে দুখু সরকারের গৃহ নির্মান করে দিলো একঝাঁক তরুন।
প্রথম পাতা » প্রধান সংবাদ » পবিত্র রমজান মাসে দুখু সরকারের গৃহ নির্মান করে দিলো একঝাঁক তরুন।
৬২ বার পঠিত
শনিবার ● ১৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পবিত্র রমজান মাসে দুখু সরকারের গৃহ নির্মান করে দিলো একঝাঁক তরুন।

আকিকুর রহমান রুমন:-
পবিত্র রমজান মাসে দুখু সরকারের গৃহ নির্মান করে দিলো একঝাঁক তরুন।হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপির ভান্ডারুয়া গ্রামের দুখু সরকারের গৃহ নির্মাণের কাজে সর্ব মহলে প্রশংসিত হচ্ছেন একঝাঁক তরুন যুবক ও একটি সমাজসেবা সংগঠন।
১৫মার্চ (শুক্রবার)
সকালে মাধবপুর উপজেলা সদরের বেশ কয়েকজন তরুন যুবক ও লোহাইদ সমাজসেবা সংগঠন এর যৌথ উদ্যোগে তিন কক্ষ বিশিষ্ট দু’চালা ঘর নির্মাণের উদ্বোধন করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মন্নান মিয়া উপস্থিতিতে দুই গ্রুপের সদস্যদের নিয়ে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এমন ঘর নির্মানের কাজ দেখে দুখু সরকারের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন যাবত রোদ বৃষ্টিতে ভাঙ্গা ঘরে দিন-পাত কাটিয়ে জীবন যাপন করে আসছিলাম। আমার জীবনের শেষ ইচ্ছা ছিল ভালো একটা ঘরে থেকে জীবনের শেষ সময়টাতে কাটাতে৷ আজকে আপনারা আমার সেই ইচ্ছাটুকু পূরণ করেছেন৷
এসময় সেচ্ছাসেবক তাওহীদ ইসলাম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন অসহায় ৫০টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিব৷
এর আগেও আমরা একটি ঘর নির্মাণ করে দিয়েছি এবং ২য় ঘরের কাজ চলমান রেখেছি।
আশাকরি এটাও দু’এক দিনের ভিতরেই সম্পূর্ণ কাজ শেষ করে তাদেরকে উপহার হিসেবে বুঝিয়ে দিতে পারবো।
এছাড়াও এমন অসহায় অবহেলিতআরও ৪৮ টি ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।
ধারাবাহিক ভাবে এসব কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ্। এমনি কারও জানাস্বত্তে এমন কোন অসহায় পরিবার থাকলে আমাদেরকে জানাতে পারেন।
আমরা যাচাই-বাছাই করে দেখবো।
এমনকি যদি তারা পাওয়ার উপযোগী হন তাহলে তাদেরকেও আমরা গৃহ নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব সৈয়দ বোরহান উদ্দিন, মামুন মিয়া, মোঃ ইমন খাঁন,জহির মিয়া,হৃদয় আহমেদ, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহীন মিয়া সহ প্রমুখ।



বিষয়: #  #  #  #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)