শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ১৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাখাইনের রামরি শহর আরাকান আর্মির দখলে
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাখাইনের রামরি শহর আরাকান আর্মির দখলে
৫৬ বার পঠিত
বুধবার ● ১৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাখাইনের রামরি শহর আরাকান আর্মির দখলে

রাখাইনের রামরি শহর আরাকান আর্মির দখলেমিয়ানমারের রাখাইনের দ্বীপ শহর রামরির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছেই রামরির অবস্থান হওয়ায় এটিও একটি গুরুত্বপূর্ণ শহরের তালিকায় আছে।

মঙ্গলবার (১২ মার্চ) মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, গত সোমবার শহরটি ছেড়ে পালিয়ে যায় জান্তা বাহিনী। গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নিতে প্রায় ৩ মাস ধরে লড়াই করেছে আরাকান আর্মি।

গোষ্ঠীটি বলছে, পালিয়ে যাওয়ার আগে জান্তা সেনারা বিভিন্ন স্থানে মাইন পুঁতে রেখেছে। ফলে স্থানীয়দের নিজ বাড়িতে অবিলম্বে ফেরার আহ্বান জানানো হয়েছে।

আরাকান আর্মি আরো জানায়, তাদের পরবর্তী লক্ষ্য রাথেডাং শহরে জান্তা ব্যাটালিয়ন সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়া।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির দলকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জেনারেল মিন অং হ্লাইং নেতৃত্বাধীন সামরিক জান্তা। এরপর থেকেই তাদের বিরুদ্ধে লড়ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। যদিও গত অক্টোবরে বিদ্রোহীরা একযোগে আক্রমণ শুরু করে এবং একের পর এক সেনা ঘাঁটি হারাতে থাকে।



বিষয়: #  #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)