শনিবার ● ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » ঢাকা » রাজধানীর নীলক্ষেতে মার্কেটে আগুন
রাজধানীর নীলক্ষেতে মার্কেটে আগুন
রাজধানীর নীলক্ষেত এলাকায় গাউছুল আজম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, গাউছুল আজম মার্কেটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। বড় কোনো আগুনের ঘটনা নয়। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানা যায়নি।
এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকি পাঁচজন আশঙ্কামুক্ত না হওয়ায় তাদের চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে।
বিষয়: #নির্বাচন ২০২৪