শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
৮২ বার পঠিত
শনিবার ● ২ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

এবার ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিটরাজধানীর ওয়ারীতে পোস্ট অফিসের সামনে একটি রেস্টুরেন্টে আগুনে লেগেছে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দুর্ঘটনাস্থলে কাজ করছে।

শুক্রবার (১ মার্চ) রাত ১০টা ১৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওয়ারী পোস্ট অফিসের বিপরীতে একটি রেস্টুরেন্টে আগুন লাগে। তবে সেখানে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও তেমন নেই।

আল ফারুক জানান, এ ঘটনায় সূত্রাপুর থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। সোয়া ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় সাড়ে ১০টার দিকে।

এ ছাড়া ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়, ওয়ারীতে একটি রেস্টুরেন্টের কিচেনে আগুন ছিল। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)