শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ১ মার্চ ২০২৪
প্রথম পাতা » সিলেট » বিনামূল্যে সেবা দিতে এসে জরিমানা গুনল ইউরোপের ৫০ ডাক্তার
প্রথম পাতা » সিলেট » বিনামূল্যে সেবা দিতে এসে জরিমানা গুনল ইউরোপের ৫০ ডাক্তার
৩৮ বার পঠিত
শুক্রবার ● ১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনামূল্যে সেবা দিতে এসে জরিমানা গুনল ইউরোপের ৫০ ডাক্তার

বিনামূল্যে সেবা দিতে এসে জরিমানা গুনল ইউরোপের ৫০ ডাক্তারইউরোপ থেকে বাংলাদেশে এসেছিলেন ৫০ চিকিৎসক। বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েও তাঁরা জরিমানার শিকার হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

গতকাল এক বিবৃতিতে ক্ষোভ জানিয়ে আবদুল মোমেন বলেন, ইউরোপের তাফিদা রকিব ফাউন্ডেশন এবং বাংলাদেশের প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন ও আরটিএম বিশ্ববিদ্যালয় উন্নত চিকিৎসাসেবাবিষয়ক যে কো-অপারেশনের ব্যবস্থা করল, বিএমডিসি তাদের উৎসাহ না দিয়ে বরং জরিমানা করেছে। বিষয়টি অস্বাভাবিক।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫০ বিদেশি চিকিৎসকের একটি টিমকে ব্রিটিশ প্রাইভেট ফাউন্ডেশন (তাফিদা রকিব ফাউন্ডেশন) বাংলাদেশে নিয়ে এসেছে। তারা বিনা পয়সায় উন্নত চিকিৎসা শেখাবেন এবং গরিবদের বিনা পয়সায় চিকিৎসা দেবেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিয়ম অনুযায়ী কোনো বিদেশি ডাক্তার বাংলাদেশে চিকিৎসা দিতে পারবেন না। তবে আমাদের বিশেষ অনুরোধে এবং স্বাস্থ্যমন্ত্রীর প্রচেষ্টায় তাঁরা এক শর্তে রাজি হন। শর্ত হচ্ছে-স্পন্সর এজেন্সিকে প্রতিজন ডাক্তার বাবদ ১৩ হাজার টাকা ও ভ্যাট দিতে হবে।

তিনি বলেন, তাফিদা হলো একজন ব্রিটিশ বাংলাদেশি নয় বছরের মেয়ের নাম। মেয়েটির বয়স যখন চার বছর, অজানা অসুখের কারণে বহু মাস অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভেন্টিলেশনে ছিল। মা-বাবা মেয়েটির হাসপাতাল খরচ বহন করতে না পারায় ব্রিটিশ সরকার তার মেশিন ও ভেন্টিলেটর ডিসকানেক্ট করবে বলে ঘোষণা দেয়। এ নিয়ে সারা ইউরোপে তোলপাড় শুরু হয়। তখন ইতালি সরকার শিশুটির দায়িত্ব নেয়। তাফিদা বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও ভালো হয়ে উঠেছে।

যখন ব্রিটিশ সরকার টাকার কারণে মেয়েটির ভেন্টিলেটর খুলে দিতে চেয়েছিল তখন বহু লোক মেয়েটির জন্য টাকা তোলে। ওই চ্যারিটির টাকায় তাফিদা রকিব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশে এ ৫০ জন বিশেষজ্ঞ মেডিকেল ডাক্তারকে আনা-নেওয়া বাবদ প্লেনের টিকিট ভাড়া এমিরেটস এয়ারলাইনস বিনা পয়সায় দিয়েছে। স্থানীয় হোটেল এদের থাকা-খাওয়া বাবদ খরচ ডিসকাউন্ট দিচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) একমাত্র ব্যতিক্রম।

এ বিদেশি ডাক্তারদের দেশের কোনো হাসপাতালে বিনা পয়সায় রোগী দেখা বা সেবা করা বা প্রদর্শনী শিক্ষা অপারেশন করাও নিষিদ্ধ। তবে কয়েক বছর আগে রোকেয়া ও রাবেয়া নামে দুটি সিয়ামিজ শিশুর চিকিৎসা হাঙ্গেরি সরকার আমাদের সামরিক (সিএমএইচ) হাসপাতালের সহযোগিতায় করে ও সার্থক হয়। সর্বমোট ১৩৯ জন (বাংলাদেশি ও বিদেশি) ডাক্তার ও সহযোগীরা এতে কাজ করেন। বিএমডিসির কাছ থেকে তখন কোনো অনুমোদন নিতে হয়নি। কোনো চার্জ বা জরিমানা দিতে হয়েছে বলে শুনিনি।

তাফিদা রকিব ফাউন্ডেশনের পরিচালক আহমদ আল কবীর বলেন, ‘বিনামূল্যে সেবা দিতে গিয়ে ডাক্তারদের জরিমানা করা এটা খুবই দুঃখজনক।’

তিনি বলেন, ‘৫০ ডাক্তারকে নয়; ৪৭ জনকে জরিমানা করা হয়েছে।’ সবমিলিয়ে ওই ডাক্তারদেরকে ৬ লাখ ১১ হাজারেরও অধিক টাকা জরিমানা দিতে হবে।

বর্তমানে হাঙ্গেরি ও বাংলাদেশের মধ্যে খুবই ঘনিষ্ঠ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় উদ্যোগে রোকেয়া রাবেয়ার কাহিনি উভয় দেশে বহুল আলোচিত।



বিষয়: #


সিলেট এর আরও খবর

সিলেটে প্রথম ধাপে নির্বাচিত ১১ উপজেলার জনপ্রতিনিধিদের শপথগ্রহণ সিলেটে প্রথম ধাপে নির্বাচিত ১১ উপজেলার জনপ্রতিনিধিদের শপথগ্রহণ
হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদ শুভেচ্ছা হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদ শুভেচ্ছা
কদমতলী হযরত দরিয়া শাহ্ (রহ.) দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের পুরস্কার বিতরণ সম্পন্ন কদমতলী হযরত দরিয়া শাহ্ (রহ.) দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটে বজ্রপাতে প্রাণ গেল ব্যবসায়ীর সিলেটে বজ্রপাতে প্রাণ গেল ব্যবসায়ীর
বিয়ানীবাজারে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) ট্রাষ্ট’র রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ বিয়ানীবাজারে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) ট্রাষ্ট’র রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটে কন্ট্রোলরুমে ঢুকে প্রকৌশলীকে পে ঠা লে ন কাউন্সিলর! সিলেটে কন্ট্রোলরুমে ঢুকে প্রকৌশলীকে পে ঠা লে ন কাউন্সিলর!
পেট থেকে ২৫ ইঞ্চি দীর্ঘ কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে জ্যান্ত উ দ্ধার! পেট থেকে ২৫ ইঞ্চি দীর্ঘ কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে জ্যান্ত উ দ্ধার!
সুনামগঞ্জে হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন সুনামগঞ্জে হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন
আম্বরখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত, আটক ৪ আম্বরখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত, আটক ৪
ফুটপাতের বদলে সিলেটের হকাররা পেলেন নতুন ঠিকানা ফুটপাতের বদলে সিলেটের হকাররা পেলেন নতুন ঠিকানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)