বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ড্রাফট » তাহিরপুরে স্থানীয় সরকার দিবস পালিত
তাহিরপুরে স্থানীয় সরকার দিবস পালিত
সুনামগঞ্জ প্রতিনিধি
স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার মান এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার( ২৭ ফেব্রুয়ারি)সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিজিটাল কর্নারে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন,উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী,বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
এসময় স্থানীয় সরকারের মাধ্যমে সরকারী নিদের্শনায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় সে সকল সুযোগ সুবিধা জনগনের কাছে স্মার্ট ভাবে ও দ্রুততার সাথে পৌঁছে দেয়া হয় তা তুলে ধরেন সংশ্লিষ্টগন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বলেন,আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ,তাদেরকে নিয়েই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা,দারিদ্র্যমুক্ত উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী হওয়ায় পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগনকে সম্পৃক্ত করে তাদের দাবি-সমস্যার কথা শুনে দায়িত্বশীলগন তাদেরকে সঠিকভাবে সহজে দ্রুততার সাথে সেবা দেন তার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিষয়: #নির্বাচন ২০২৪