মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডাক্তারকে মারধরের অভিযোগে বাবা ও ছেলে আটক
জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডাক্তারকে মারধরের অভিযোগে বাবা ও ছেলে আটক
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বর্হি বিভাগে রোগী দেখার সময় রোগীর হাতে ডাক্তারকে মারপিট ও আসবাব পত্র ভাংচুরের অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় বর্হি বিভাগে রোগী দেখার সময় এ ঘটনা ঘটেছে। আটক জেলার ক্ষেতলাল উপজেলার বানদীঘি গ্রামের জসিম উদ্দিন (৫৬) ও তার ছেলে জুয়েল হোসেন (৩২)।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, দুপুর পৌনে একটার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় বর্হি বিভাগে হাসপাতালের মেডিকেল অফিসার ডা: জাকা কাইফ রোগী দেখছিলেন। এসময় ঘরের বাহিরে শত শত রোগী লাইনে দাড়ানো ছিল। হঠাৎ করে দুজন ব্যক্তি রোগীর সিরিয়াল অতিক্রম করে ঘরে প্রবেশ করে। এসময় ডাক্তারকে ছেলে তার বাবাকে দেখতে বলেন। ডাক্তার তাদেরকে সিরিয়াল মেনে প্রবেশের কথা বললে তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায় ডাক্তার ঘরের ভিতর থেকে বের হতে চাইলে বাবা ছেলে দুজেনই ডাক্তারকে মারপিট করে। ডাক্তারকে রক্ষা করতে ঘরের বাহিরে সিরিয়াল দেখা নারী কর্মচারী পপি বেগমকেও আঘাত করে। এসময় ডাক্তার প্রাণ ভয়ে ঘর থেকে চলে গেলে তারা ঘরের আসবাব পত্র ভাংচুর করে। এ সময় উপস্থিত ও হাসপাতালের লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পিতা ও পুত্রকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও আহত ডাক্তার পৃথক দুটি মামলার প্রস্ততি নিচ্ছেন।
জয়পুরহাট সদর থানার এস আই নোমান বলেন, হাসপাতালে ডাক্তারকে মারপিট ও ভাংচুরের ঘটনায় পিতা ও পুত্রকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আহত ডাক্তার ও হাসপাতালের পক্ষ থেকে পৃথক দুটি মামলার প্রস্ততি চলছে।
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: জাকা কাইফ বলেন, আমি বর্হি বিভাগে রোগী দেখছিলাম। হঠাৎ করে দুজন লোক সিরিয়াল অমান্য করে ঘরের মধ্যে জোর পূর্বক প্রবেশ করে। এসময় তাদেরকে সিরিয়াল মেনে আসতে বললে তারা অতর্কিত আমাকে হামলা করে এবং ঘরের আসবাব পত্র ভাংচুর করেছি। পরে জানতে পারি তারা দুজনে পিতা ও পুত্র। এ ঘটনায় আমি আমার নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির জন্য মামলার প্রন্ততি নিচ্ছি।
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সরদার মো: রাশেদ মোবারক জুয়েল বলেন, ডাক্তাররা রোগীদের সেবা দেন। সেই ডাক্তারকে যদি রোগী ও তাদের স্বজনরা মারপিট করে সরকারি সম্পদ ভাংচুর করে তাহলে চিকিৎসা দিতে ডাক্তাররা ভয় পাবে। তাই আজ হাসপাতালে পিতা ও পুত্র মিলে যে অনাকাঙ্ক্ষিত অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় এনে বিচারের দাবীতে পৃথক দুটি মামলার প্রস্ততি চলছে।
বিষয়: #অভিযোগে #আটক #ছেলে #জেনারেল #জয়পুরহাট #ডাক্তার #বাবা #মারধর #হাসপাতাল