শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে হকার ও যানজট য ন্ত্র ণা: দু র্ভো গে র শেষ কোথায়?
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে হকার ও যানজট য ন্ত্র ণা: দু র্ভো গে র শেষ কোথায়?
১৪৮ বার পঠিত
সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে হকার ও যানজট য ন্ত্র ণা: দু র্ভো গে র শেষ কোথায়?

নিজস্ব প্রতিবেদক
সিলেটে হকার ও যানজট য ন্ত্র ণা: দু র্ভো গে র শেষ কোথায়?সিলেট নগরীর ব্যস্ততম বেশ কয়েকটি সড়কে একসঙ্গে চলছে খোঁড়াখুঁড়ি। কোথাও দুই লেনের সড়কের এক লেন বন্ধ। আবার কোথাও খোঁড়াখুঁড়ির কারণে এমনিতেই বন্ধ হয়ে আছে অর্ধেক রাস্তা। তার ওপর রয়েছে ফুটপাত ও সড়কজুড়ে হকারদের দৌরাত্ম্য।

ফলে ঘর থেকে বের হয়েই নগরবাসীকে পড়তে হচ্ছে হকার ও যানজটের দুর্ভোগে। কিন্তু এ দুর্ভোগ যেন দেখার কেউ নেই। চোখ বন্ধ করে যেন দুর্ভোগের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

সিলেট নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কগুলোর অন্যতম চৌহাট্টা-রিকাবিবাজার- কাজলশাহ সড়ক। দুই লেনের এই সড়ক দিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে যাতায়াত করেন রোগীরা। স্টেডিয়াম মার্কেটের শতাধিক চিকিৎসকের চেম্বারে যাতায়াতেও ওই সড়কটি ব্যবহার করেন রোগীরা। ব্যস্ততম সড়কটির চৌহাট্টা অংশের দক্ষিণ লেনে চলছে কালভার্ট সংস্কারের কাজ। এজন্য সড়কটির এক লেন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিকাল হলেই সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

একই অবস্থা আম্বরখানা ও দরগা গেট এলাকায়। এ দুই স্থানেও উন্নয়নকাজের জন্য চলছে খোঁড়াখুঁড়ি। একসঙ্গে নগরীর ব্যস্ততম একাধিক স্থানে রাস্তার একাংশ বন্ধ করে খুঁড়োখুঁড়ির কারণে দুপুর থেকেই সৃষ্টি হয় যানজটের। বিকালে সেটা গড়ায় অসহনীয় পর্যায়ে। রাস্তা খোঁড়াখুঁড়ি ছাড়াও যানজটের অন্যতম আরও একটি কারণ হচ্ছে ফুটপাত ও সড়কজুড়ে বসা হকার।

হকারদের দৌরাত্ম্যের কারণে শুধু যানজট নয়, হাঁটতে গিয়েও বিড়ম্বনার শিকার হচ্ছেন নগরবাসী।

নগরের বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানা, সুবিদবাজার, রিকাবিবাজার, মদিনা মার্কেটসহ ব্যস্ততম প্ৰায় সব কটি এলাকার ফুটপাত ও সড়কের একাংশ দখল করে রেখেছেন হকাররা। ফলে পায়ে হেঁটে চলাচলও দায় হয়ে দাঁড়িয়েছে।

বেশ কয়েকজন নগরবাসীর সঙ্গে আলাপ করে জানা যায়, আগে মাঝে-মধ্যে হকার ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদে সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হতো। গত জুন মাসে অনুষ্ঠিত সিটি নির্বাচনে অংশ নেননি প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী। নির্বাচন না করায় হকার উচ্ছেদে তিনিও গাছাড়া হয়ে ওঠেন। এতে হকারদের দৌরাত্ম্য আরও বেড়ে যায়।

গত ৭ নভেম্বর আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর হকার উচ্ছেদে কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। ফলে হকাররা আরও বেপরোয়া হয়ে ওঠেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা নগরীর ব্যস্ততম সড়কের একাংশ ও ফুটপাত দখল করে ব্যবসা করছেন। নগরীর জিন্দাবাজারে রাস্তায় শীতের কাপড় বিক্রি করেন সাহেদুল ইসলাম নামের এক হকার।

তিনি জানান, রাস্তা কিংবা ফুটপাতে কাপড় বিক্রি করলেও তাদের প্রতিদিন চাঁদা দিতে হয়।



বিষয়: #  #  #  #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)