শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » অনুগল্প_ভালোবাসা
প্রথম পাতা » অনুপ্রেরণা (গল্প) » অনুগল্প_ভালোবাসা
৮৮ বার পঠিত
রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনুগল্প_ভালোবাসা

অনুগল্প_ভালোবাসাআমি এইচএসসিতে গোল্ডেন পেয়েছি শুনে আমার স্বামী নিজের কাজ বাদ দিয়ে আমার কলেজে আসছেন ছুটে। উনার পরনে এখনো নরমাল লুঙ্গি আর শার্ট। উনি আমায় জড়িয়ে ধরে বুক পকেট থেকে আমার ফেভারিট চকলেট,ফুল বের করে দিয়ে বললেন, “আমি ভীষণ খুশী হয়েছি বউ, আমি ভাবতেই পারিনি তুমি আমারে এমনে চমকে দিবা।”

এমন সময় কলেজের এক বান্ধুবী এসে জিজ্ঞেস করলেন, “উনি কি হয় তোমার?”

আমি লাজুক হেসে বললাম, “আমার হাসবেন্ড।”

” ওহ গড! তুমি বিবাহিত, কি করে তোমার হাসবেন্ড? ”

“উনি রিক্সা চালক।”

যখন আমার বান্ধুবী জানতে পারলো আমার হাসবেন্ড একজন রিক্সা চালক, তখনই তার টোন বদলে গেলো। আমাকে তা’চ্ছিল্য করে বললেন,

“কলেজের টপার হয়েও তোমার স্বামী “রিক্সা চালক” বলতে লজ্জা লাগে না আফরিন?”

অপমানে আমার হাসবেন্ড লজ্জায় মাথা নিচু করে আছেন। আমি উনার এক হাত জড়িয়ে ধরে বললাম,

“এই “রিক্সা চালক”লোকটাকেই আমি ভালোবাসি তনু! এটা বলতেও মোটেও লজ্জা লাগছে না আমার। আমি পুরো পৃথিবীর সামনেও মাথা উঁচু করে বলতে পারি, “আমার স্বামী একজন রিক্সা চালক।” এতে আমার নিজেকে এতটুকুও ছোট মনে হয় না। এই যে আমি আজ কলেজের টপার হয়েছি, এটা শুধু মাএ উনার জন্যই। ওই রিক্সাটার ইনকাম দিয়েই উনি আমাকে পড়িয়েছে। আমার উনি “রিক্সা চালক”, আমি রিকসাওয়ালার বউ, না! এটা বলতে আমার মোটেও লজ্জা লাগছে না। আমার আরো গর্ববোধ হয়,উনি রিক্সা চালক হয়েও তার বউকে পড়িয়েছে।”

ওখানে আর দাঁড়ালাম না, আমি উনার হাত ধরে দৌড়ে উনার রিক্সায় উঠে বসলাম।আজ উনার রিক্সা করে পুরো শহর ঘুরে বেড়াবো। দু’জন মিলে ফুটপাতে ফুসকা খাবো, চকলেট খাবো, ঝালমুড়ি খাবো, টঙের দোকানে বসে রং চা খাবো, পার্কে গিয়ে দোলনায় দোল খাবো।

এরিমধ্যে উনি রিক্সা চালাতে চালাতে বেসুরে কণ্ঠে গান ধরলো,

“এই পথ যদি না শেষ হয়,তবে কেমন হতো তুমি বলোতো?
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়,তবে কেমন হতো তুমি বলোতো?”

উনার তালে তালে পরের লাইন আমি ধরলাম,

“নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে, আকাশের নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে,প্রাণে যদি এ গানের রেশ রয়। যদি পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়,তবে কেমন হতো তুমি বলোতো?”

এই মুহুর্তে নিজেকে পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। জীবনে সুখী হতে হলে আসলেই বেশি টাকা-পয়সা লাগে না। সুখী হতে, একজন সঠিক মানুষই যথেষ্ট। তখন জীবন সুন্দর, ভালোবাসা সুন্দর। ভ’য়ংক’র রকমের সুন্দর!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে সংগৃহীত



বিষয়: #  #


আর্কাইভ