শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » এসএমপিতে শ্রেষ্ঠ শাহপরাণ থানার ওসি হারুন
এসএমপিতে শ্রেষ্ঠ শাহপরাণ থানার ওসি হারুন
নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্য থেকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এসএমপি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় তাঁকে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার জাকির হোসেন খান (পিপিএম)।
ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এর আগে তিনি টানা ৩ বার মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে শ্রেষ্ঠ হয়েছিলেন।
এছাড়া পুরস্কারপ্রাপ্তরা হলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) সুবাস চন্দ্র সাহা, সহকারী পুলিশ কমিশনার শাহজাহান ভূঁঞা (শাহপরাণ রহ.), ওসি শাহপরাণ (রহ.) থানা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন, এসআই ইবাদুল্লাহসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অন্যান্য পদবীর পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
মাসিক সভায় উপস্থিত ছিলেন- এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৮ পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পিবিআই পুলিশ সুপার খালেদ-উজ- জামান, পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ মোল্লা মোহাম্মদ শাহীন, পুলিশ সুপার (নৌ পুলিশ) আব্দুল্লাহ আল-মামুন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, সিটি এন্ড সিসি,পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত দায়িত্বে এডিসি (সদর ও প্রশাসন) শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মহানগর আদালতে অতিরিক্ত পিপি নাসির উদ্দিন ,র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার গোলাম কিবরীয়া, প্রবেশন অফিসার সিলেট তমির হোসেন চৌধুরী, পরিবেশ অধিদপ্তর সিলেট এর সহকারি পরিচালক মোহাইমিনুল হক, ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর এর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট পরিদর্শক নজীব আলী সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র ইনচার্জ।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস) জানুয়ারী মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন।
বিষয়: #নির্বাচন ২০২৪