শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইতালি থেকে জানাযায় শরিক হতে এসে সড়কে প্রা ণ গেলো দুজনের
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইতালি থেকে জানাযায় শরিক হতে এসে সড়কে প্রা ণ গেলো দুজনের
৪৪ বার পঠিত
শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতালি থেকে জানাযায় শরিক হতে এসে সড়কে প্রা ণ গেলো দুজনের

নিজস্ব প্রতিবেদক
ইতালি থেকে জানাযায় শরিক হতে এসে সড়কে প্রা ণ গেলো দুজনেরএকজনের মা, আরেকজনের শাশুড়ি। বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তাঁর জানাযায় অংশ নিতে ইতালি থেকে এসে সড়ক দুর্ঘটনায় ছেলে ও মেয়ের জামাতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বাসিন্দা শাহজাহান মেম্বারের পুত্র ইতালিপ্রবাসী শাহ আলম এবং তার ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে সেলিম মিয়া।

ইটাখোলা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজনদের বরাতে তিনি জানান, দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করে আসছিলেন শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মা মারা যান। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালেই ভগ্নিপতি ও দুই ভাগ্নেকে নিয়ে দেশে ফেরেন শাহ আলম। বিমানবন্দর থেকে তারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। তাদের গাড়িটি নরসিংদীর শিবপুর উপজেলার মানিসিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেওয়ার পর সেলিম মিয়ার মৃত্যু হয়। এ ঘটনার মাইক্রোবাসের চালক ও আরও দু’জন আহত হয়।

এসআই বলেন, মাইক্রোবাসের চালক ও আরেক যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)