শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই’
‘বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের বৃহৎ জনগোষ্ঠির সমৃদ্ধির জন্য গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনতে হবে। এজন্য শিক্ষার্থীদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে। বর্তমানে শুধু সাটিফিকেটধারী শিক্ষার জন্য শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। টেকনিক্যাল শিক্ষার অভাবে অনেক মেধাবি শিক্ষিতরাও কাঙ্খিত কর্মসংস্থান পাচ্ছেনা। তাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণের মধ্যদিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। তাই বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
গতকাল শুক্রবার সিলেট প্রেসক্লাবের হলরুমে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত কোম্পানীগঞ্জ উপজেলার এস এস সি ও এইচ এস সি পরীক্ষা ২০২৩ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি-সনদ ও সমিতির আজীবন দাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমিতির সভাপতি রফিকুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেইনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল খায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী দুলাল, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নুরুল আমিন, সিলেট জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা, সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান, সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আজমল আলী, সমিতির সহ সভাপতি হুমায়ুন কবির মসব্বির, উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মালিক, সহ সভাপতি মুজিবুর রহমান মিন্টু, সমিতির দাতা সদস্য আলকাছ আলী ও রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, এডভোকেট বদরুল আলম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সমিতির সমাজ কল্যাণ ও গণসংযোগ সম্পাদক নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক এডভোকেট মকদ্দস আলী, সাইফুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক মোরশেদ আলম, মাস্টার ইসরাফিল আলী, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী লিমা বেগম ও তাওহিদুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন, আলাউদ্দিন, জেলা পরিষদ সদস্য হেনা বেগম, আবু জাফর দুলন, মাও. লিয়াকত আলী মাস্টার, কামাল উদ্দিন, হাজী মাহমুদ হোসেন, ইকবাল হোসেন, ফয়জুর রহমান, ইয়াছিন আলী, শাহ আলম, নূর উদ্দিন, তজব আলী, আব্দুর রহামন, রাসেল আহমদ, কাজী জসিম উদ্দিন, সামছুল আলম, দেলওয়ার মাহমুদ রিপন, হাবীবুল্লাহ জাবেদ, ফারুকুজ্জামান, মিছবাউল হক, ওমর আলী, মাহবুবুর রহমান, জাকারিয়া আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ইসা তালুকদার, গীতা পাঠ করেন সঞ্জিত কুমার সিংহ।
অনুষ্ঠানে ২০২৩ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি পর্যায়ের ১৮ জন ও এইচএসসি পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও ১০ জন আজীবন দাতা সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিষয়: #নির্বাচন ২০২৪