শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় আফ্রিকান দেশগুলো
শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় আফ্রিকান দেশগুলো
আফ্রিকার দেশগুলোর মেরিন ক্যাডেটদের জন্য ১০টি ‘বাংলাদেশ আইএমও স্কলারশিপ’ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে আফ্রিকান এলডিসি ভুক্ত দেশের প্রতিনিধিরা।
গত ডিসেম্বরে ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন-আইএমও’র নির্বাহী পরিষদ নির্বাচনে ১৬৮টি দেশের ভোটের মধ্যে ১২৮টি ভোট পেয়ে ক্যাটাগরি ‘সি’-তে জয়লাভ করে বাংলাদেশ। পক্ষের ভোটগুলোর বড় অংশ ছিল আফ্রিকান দেশগুলোর।
প্রথমবারের মতো আইএমওর সদস্যপদ প্রাপ্তি উপলক্ষ্যে বুধবার (১৪ ফেব্রুয়ারি) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে এমন অভিব্যক্তি জানায় সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা।
জাহাজের নিরাপত্তা ও জাহাজ সৃষ্ট সমুদ্র দূষণ নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন ‘আইএমও’ এর কাউন্সিলে সদস্যপদ প্রাপ্তিতে বাংলাদেশকে সমর্থন দেওয়া দেশগুলোর প্রতিনিধিরা অভ্যর্থনায় যোগ দেন।
যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, সামনের দিনগুলোতে আফ্রিকান দেশগুলোর সাথে বাংলাদেশের কুটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক তৈরিতে এই সদস্যপদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বল্পোন্নত দেশ বা এলডিসি হলো উন্নয়নশীল দেশগুলোর একটি তালিকা। জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে। ২০২১ সালের হিসাবে, ৪৬টি দেশকে এলডিসি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
বিষয়: #নির্বাচন ২০২৪