রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » নওগাঁয় সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত।
নওগাঁয় সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত।
দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর কালি তলা মহাশ্মশান ঘাটের পাশে এবং শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দিরে পার্শ্বে দহের ঘাটে সূর্য্য পূজা (ছট পূজা) অনুষ্ঠিত হয়। ১৯শে নভেম্বর-২০২৩খ্রি: রোজ রবিবার,সময় বিকাল ৪,৩০ঘটিকায় সূর্য্য পূজা (ছট পূজা) প্রথম পর্বের শুরু
হয় ও সূর্য্য অস্তো যাওয়ার সাথে সাথে পূজার সমাপ্তি এবং আগামীকাল ২০শে নভেম্বর-২০২৩ খ্রি:,রোজ সোমবার, ভোর রাত্রি ৪,৩০ ঘটিকায় দ্বিতীয় পর্ব পূজা শুরু হবে এবং সূর্য্য উদয়ের সাথে সাথে পূজা পরি সমাপ্তি ঘটবে। পুজার সময় উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ পূজা পরিষদ পত্নীতলা উপজেলা শাখার প্রচার সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,শ্রী দিলিপ চৌহান। সনাতন ধর্মাবলম্বী মহিলা ও পুরুষ ভক্ত বৃন্দ গণ উপস্থিত ছিলেন।
বিষয়: # #নওগাঁ