শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » আগাম টমেটোতে লাভের আশা
প্রথম পাতা » বাংলাদেশ » আগাম টমেটোতে লাভের আশা
১৮৪ বার পঠিত
রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগাম টমেটোতে লাভের আশা

আগাম টমেটোতে লাভের আশাওয়ালী উল্লাহ সরকার : জামালগঞ্জে উপজেলায় চাষীদের উৎপাদিত টমেটো বাজারে আসবে আর সপ্তাহ খানেকের মধ্যে। চাষীরা আশা করেছেন, এসব টমেটোর ভালো ফলন ও বাজার দর পাওয়া যাবে। যার সঙ্গে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন তারা।

উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারাও বলেছেন, দাম ভালো পাওয়ায় আগাম টমেটো চাষে ঝুঁকছেন উপজেলার চাষীরা। কৃষি অফিস তাদের নিয়মিত পরামর্শ ও সহায়তা করে যাচ্ছেন।জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে কয়েকশ’ চাষী ১২৫০ হেক্টর জমিতে সবজি আবাদ করেছেন। এর মধ্যে বেশীর ভাগ কৃষকই টমেটো চাষ করেছেন। চাষীরা লাভলী, বিউটি, হাইটম জাতের উচ্চ ফলনশীল চারা লাগিয়েছেন।

সরজমিনে দেখা যায়, ভালো দাম পাওয়ার আশায় আগামী সপ্তাহে আগাম টমেটো বাজারে বিক্রি করতে প্রস্তুতি নিচ্ছেন চাষীরা। বর্তমানে বাজারে টমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাই দ্রুত বাজারে টমেটো তুলতে রাতদিন সমান তালে পরিচর্যায় সময় পার করছেন চাষীরা।উপজেলার কামিনীপুর গ্রামের মো. জাকির হোসেন বলেন, অতি বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরও আমরা আগাম সবজি চাষ করে লাভের স্বপ্ন দেখছি।

আমি মসজিদের সাড়ে চার বিঘা জমি ১ লাখ ৭০ হাজার টাকায় এক বছরের জন্য নিয়েছি। চারা, বাঁশ, জাল, শ্রমিক সহ প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। আরও বিশ—ত্রিশ হাজার টাকা খরচ লাগাবে। আশা করছি— আগামী সপ্তাহে বাজারে টমেটো বিক্রি করতে পারবো। কোন ধরণের প্রাকৃতিক দুযোর্গ না হলে সব খরচ বাদ দিয়ে দশ লাখ টাকা লাভ করতে পারবো। এই এলাকার সবজি ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ভৈরবে চালান হয়ে থাকে।

একই গ্রামের আরেক টমেটো চাষী আব্দুল করিম বলেন, তিনি ১ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন, ৬০ হাজার টাকা খরচ হয়েছে। খরচ বাদে আরও দেড় লাখ টাকা লাভের স্বপ্ন দেখছি। তবে এবার অন্য বছরের তুলনায় দাম ভালো পাওয়ার আশা করছি। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দীপক রঞ্জন সরকার বললেন, রোগ বালাই থেকে জমি মুক্ত রাখতে আমরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত কোন রোগ বালাই বা পোকা মাকড় চোখে পড়ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন বললেন, ৮০ হেক্টর জমিতে টমেটো চাষ করেছেন উপজেলার কৃষকেরা। তবে কয়েক বছর যাবত সবজি চাষ করে উপজেলার চাষীরা ব্যাপক লাভবান হচ্ছেন। এরমধ্যে আগাম টমেটো চাষ অন্যতম। টমেটো ছাড়াও মিষ্টি কুমড়া, আলু, লাউ, শিম, চাষে চাষীরা উৎসাহিত হচ্ছেন।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)