শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » বাংলাদেশ » কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই
প্রথম পাতা » বাংলাদেশ » কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই
৫৩ বার পঠিত
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই

কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাইটাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সহদেবপুর ইউনিয়নের কালিবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মুদির দোকানের মালিক সুমন জানান, বাজার থেকে লোকজনের মাধ্যমে রাত ২টার দিকে খবর পেয়ে এসে দেখি প্রায় সম্পূর্ণ দোকান পুড়ে গেছে। আমার দোকানে রোজা সামনে এজন্য নতুন মালামাল ক্রয় করেছি সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসব টাকা বিভিন্ন এনজিও থেকে লোন করা। সংসার চালানোর এক মাত্র উৎস ছিল দোকান।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কালিহাতী ফায়ার সার্ভিস।

এদিকে সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এম. এ. মোতালেব আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মল্লিক নিশ্চিত করে বলেন, সামাদের ফার্নিচারের দোকান, মুহির উদ্দিনের মেডিসিন দোকান, সুমন সাহার মুদির দোকান, কার্তিকের সেলুন, ভজনের সেলুনসহ। ৫টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ধারণা করা যাচ্ছে আনুমানিক ৪০-৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আনুমানিক ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকা। তাদেরকে সরকারি সাহায্য দেওয়া হবে। সকল দোকানদারদের তালিকা মন্ত্রণালয় পাঠাবো, পাশ হয়ে আসলে তাদেরকে হাতে তুলে দেব।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)